কলকাতা

প্রাক্ দোল উৎসবে মাতলো বাগবাজারের রাজবল্লভ পাড়া

সঞ্জয় রায়চৌধুরীঃ কথায় আছে বাঙালীর মনে বসন্ত বিরাজ করে এই সময়। বসন্তের শেষ লগ্নে প্রত্যেক বার আসে দোল পূর্ণিমা বা হোলি উৎসব। এই বছর ক্যালেন্ডারের সূচী অনুযায়ী দোল উৎসব আসতে আর বাকি ৪/৫ দিন কিন্তু তার আগে উত্তর কলকাতার বাগবাজারের রাজবল্লভ পাড়ার উদ্যানে এক বেসরকারী সংস্হার উদ্যোগে রবিবাসরীয় মধ্যাহ্ন হয়ে উঠল লাল হলুদ রংয়ের আবিরে রঙীন। যা দেখলে মনে হবে আজই বসন্ত বা দোল উৎসব। এই অকাল দোল উৎসবে সামিল ছিলেন কচিকাচা থেকে যুবক যুবতীরা। তাছাড়াও বেশ কিছু মাঝ বয়সী ব্যাক্তিকে সামিল হতে দেখা যায় এই উৎসবে। এই দোল উৎসবে কচিকাঁচা, যুবক যুবতী এদের সাথে রংয়ের আনন্দের স্বাদ নিতে হাজির হয়েছিলেন ওই এলাকার কাউন্সিলার ও বরো চেয়ার ম্যান। এই প্রাক্ বসন্ত তথা দোল উৎসবের রঙে রাঙাতে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা সহ উত্তর ২৪ পরগণা ও মফঃস্বল এলাকা থেকে অনেক যুবক যুবতীরা সামিল হয়েছিলেন। মূলত প্রাক্ দোল উৎসবের আগে বিভিন্ন আবিরে রাঙানো মুখ যে মনুষ্য তথা বাঙালির হৃদয়ের মেল বন্ধন ঘটিয়েছে তা নিঃসন্দেহ বলা যায় । দেখুন ভিডিও –