কলকাতা

ফের কালবৈশাখীর দাপট, সঙ্গে শিলা বৃষ্টি

কলকাতাঃ কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় রবিবার বিকেল থেকেই আকাশে মেঘের ঘনঘটা শুরু হয়। শেষ বিকেলে শুরু হয় মেঘের গুড়গুড়। সন্ধের আগেই অনেক জায়গায় বৃষ্টি শুরু হয়ে যায়। কয়েক জায়গায় শিলাও পড়ে। এদিন অনেক জায়গাতেই প্রবল বৃষ্টি হয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট। একদম কালবৈশাখী মেজাজ। রবিবার সন্ধেয় বঙ্গবাসীর আলসে শরীরটা জুড়িয়ে যায় কালবৈশাখীর ঠান্ডা হাওয়ায়। সঙ্গে বৃষ্টি গোটা পরিবেশটাই মনোরম করে তোলে। একটা চাপা গরম যেভাবে ক্রমশ থাবা বসাচ্ছিল সেই গরমের হাত থেকে সন্ধের পর রেহাই মেলে সকলের। এদিন বৃষ্টি এতটাই হয়েছে যে অনেক জায়গায় সামান্য জল জমে যায়। এমনিতেই রাস্তায় রবিবার সন্ধেয় গাড়িঘোড়া কম থাকে। এই অবস্থায় কলকাতা ও তার আশপাশের এলাকায় রাস্তায় বার হওয়া মানুষজন সমস্যায় পড়েন।