কলকাতা

তৃণমূলকে চোর, চিটিংবাজ, ডাকাত বলে মন্তব্য লকেটের

সঞ্জয় রায়চৌধুরি, কলকাতাঃ প্রার্থী তালিকা ঘোষণা করে ইতিমধ্যেই প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস আর এই প্রচার কে কেন্দ্র করেই কুরুচিকর মন্তব্য বিজেপি মহিলা মোর্চার নেত্রী লকেট চ্যাটার্জির। তিনি বলেন তৃণমূল হচ্ছে চোর চিটিংবাজ ডাকাতদের দল। তারা দুর্নীতিগ্রস্ত। এবার মানুষ তৃণমূলকে নয় বিজেপি কেই বেছে নেবে কারণ শেষ কয়েক বছর বিজেপি যা কাজ করেছে তাতে তৃণমূল নয় মানুষ বিজেপিকেই চাইছে।

আর মাত্র কয়েকটা দিন তারপরেই শুরু লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুত সবকটি রাজনৈতিক দল তাদের নিজ নিজ মাটি শক্ত করতে রাস্তায় নেমে পড়েছে। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরই প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। জোরকদমে প্রস্তুতিও চালাচ্ছে তারা তবে এখনো পর্যন্ত রাজ্যে প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি রাজ্য বিজেপি। এদিন লকেট চট্টোপাধ্যায়কে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তৃণমূলের তরফ থেকে যতই প্রচার চালানো হোক না কেন মানুষ ভোট দেবে বিজেপির কাজের ভিত্তিতে। বিজেপি নিজের কর্মের ভিত্তিতে মানুষের মনে অবস্থান করে রয়েছে তাই আগেভাগে তৃণমূলের জোরদার প্রচারকে গুরুত্ব দিচ্ছেন না ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের মহিলা মোর্চার নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি এও বলেন, অনুব্রত মন্ডলকে গ্রেফতারের দাবি বিজেপি মহিলা মোর্চা। বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি বলেন, সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্যের জন্য যদি কাউকে গ্রেফতার করা হয় তাহলে প্রকাশ্যে প্রচ্ছন্ন হুমকি দেওয়ার জন্য কেন অনুব্রত মন্ডলকে গ্রেফতার করা হবে না? এর আগেও বিজেপির ছোট বড় সবস্তরের নেতারা বিভিন্ন সময় অনুব্রত মন্ডলের অসামাজিক, অসংগতিপুণ্য অসাংবিধানিক কথা বলার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন কিন্তু আজ পর্যন্ত অনুব্রত আছেন অনুব্রতেই।