কলকাতা

তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ রাজ্য বিজেপি

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ বুধবার চারজন বলিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ এনে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল রাজ্য বিজেপি তরফ থেকে জয়প্রকাশ মজুমদার এবং রূপা গাঙ্গুলী মুখ্য নির্বাচন কমিশন দপ্তরে হাজির হন তাদের দাবি তৃণমূলের কিছু নেতা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে এদেরকে ভোট প্রক্রিয়া থেকে সরিয়ে রাখা হোক এই দাবি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানায়, রাজ্য বিজেপি এদিন যে চারজনের নামে বিজেপি তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়। তাঁরা হলেন ফিরহাদ হাকিম, রবীন্দ্রনাথ ঘোষ, অনুব্রত মণ্ডল এবং জিতেন্দ্র তিওয়ারি নির্বাচন কমিশনের হাজিরা দিলেন এডিজি আইনশৃঙ্খলা সিদ্ধিনাথ গুপ্ত কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তার অভিযোগে গত কাল রিপোর্ট চাইবার পর ঐ দিন বিএসএফ আইজি কে ডেকে পাঠায়েছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে নির্বাচন কমিশনের হাজির হলেন রাজ্যে সরকারের এডিজি আইন শৃঙ্খলা সিন্ধিনাথ গুপ্ত সঙ্গে এডিজি সশস্ত্র বাহিনী রনবীর কুমার। মূখ্য নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেন। বিএসএফ অতি সক্রিয়তা তৃণমূল অভিযোগ করে থাকে সেই ভিত্তিতে আজকের এই বৈঠক। দেখুন ভিডিও –