নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ বুধবার বিকেল সাড়ে চারটে পর্যন্ত চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ২০১৪-র লোকসভা নির্বাচনে কংগ্রেসের জেতা চারটি কেন্দ্রে প্রার্থী না দিয়ে সৌজন্যের বার্তা দেওয়া হয়েছিল বামফ্রন্টের তরফ থেকে। আর এই সময়সীমার মধ্যেই প্রদেশ কংগ্রেসের তরফ থেকে সাড়া মিলল বটে, তবে তা বামফ্রন্টে যে সন্তুষ্ট করতে পারল না তা বলাই বাহুল্য। কংগ্রেসের জেতা আসনে প্রার্থী দেওয়া থেকে বামেরা বিরত থাকতে চাইলেও তাদের জেতা আসনে ইতিমধ্যেই প্রার্থী
ঘোষণা করে দিয়েছে কংগ্রেস হাইকমান্ড। এদিন কংগ্রেসের তরফ থেকে ৫ টি আসন বামেদের ছাড়ার কথা ঘোষণা করা হয়। আসন গুলি হল ডায়মন্ডহারবার, আসানসোল, বোলপুর, তমলুক ও বিষ্ণুপুর। এই ৫ টি আসন বামফ্রন্টকে ছাড়তে রাজি, জানালেন প্রদীপ ভট্টাচার্য। প্রদেশ কংগ্রেসের এই শীর্ষ নেতা বলেন, আমরা রাজনৈতিক সৌজন্যে বিশ্বাসী, তাই বলতে পারব না কাল বিকেল ৪টে অবধি টাইম দিলাম। আমরা সার্বিক জোট চেয়েছিলাম, কিন্তু সিপিএম আসন সমঝোতা করে আমাদের অচ্ছুৎ রাখতে চাইল। তারপরও আমরা আশাবাদী। তবে তিনি এও বলেন, একা লড়াই করলে ফলাফল খারাপ হবে এমন মনে করার কোন কারন নেই।