কলকাতা

অনুব্রত মন্ডল, জিতেন্দ্র তিওয়ারি ও রবীন্দ্রনাথ ঘোষকে নোটিস নির্বাচন কমিশনের

কলকাতাঃ ‘পাঁচ হাজারের বেশি লিড দিতে পারলেই এক কোটি টাকার সরকারি কাজের বরাত পাইয়ে দেব’ নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে এভাবেই বক্তব্য রেখেছিলেন আসানসোলের তৃণমূলের মেয়র জিতেন তিওয়ারি। আর তাঁর এই বক্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করে রাজ্য বিজেপি। এর পরেই জিতেন তিওয়ারিকে শোকজ নোটিস পাঠান কমিশন। জিতেন ছাড়াও অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে জারি করা হয়েছে শোকজ নোটিস। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তাঁর নকুলদানা দাওয়াই , পাঁচন তত্ত্ব নিয়ে অভিযোগ দায়ের করে বিজেপি। তারপরই বীরভূমের দাপুটে নেতা সম্পর্কে এই পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন। এছাড়াও তৃণমূল নেতা তথা মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে নিয়েও রিপোর্ট তলব করেছে কমিশন। কোচবিহারের এই তৃণমূল নেতা তথা মন্ত্রীর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ উঠেছে। তৃণমূলের চার জন নেতা, মন্ত্রীর বিরুদ্ধে কমিশনের কাছে অভিযোগ দায়ের করে বিজেপি। এদিন বিজেপির তরফে দলীয় নেতৃত্বের এক প্রতিনিধি দল কমিশনে গিয়ে এই অভিযোগ দায়ের করে। তারপরই এই পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন।