বিনোদন

মুক্তি পেল বহু প্রতিক্ষিত ‘কলঙ্ক’-এর টিজার

শুভক্ষণে মুক্তি পেল ‘কলঙ্ক’ ছবির টিজার। অনেকটা স্বপ্নের মতো বোনা হয়েছে ছবির সেট। খরচে যে কোনও খামতি রাখেননি করণ, সেটা টিজার দেখেই বোঝা গিয়েছে। আলিয়া-বরুণের জুটিকে আবারও দেখার সুযোগ করে দিয়েছে ‘‌কলঙ্ক’‌। তার থেকেও বড় চমক হল সঞ্জয় দত্ত-মাধুরী দিক্ষিত। দীর্ঘ কয়েক বছর পরে আবার একসঙ্গে দেখা যাবে বলিউডের এই হিট জুটিকে। করণের এই ছবি বক্স অফিস মাতাতে পারে কি না সেটাই দেখার। দেখুন ভিডিও –

https://youtu.be/LZysrcsIfe8

মুক্তি পেল ‘কলঙ্ক’ ছবির ভিডিও টিজার