কলকাতা

সুদীপ বন্দ্যোপাধ্যায়কে খোঁচা রাহুলের

কলকাতাঃ মাত্র একদিন আগেই তাঁর নাম উত্তর কলকাতার বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তারপরই কালক্ষেপ না করে প্রচারে নেমে পড়েছেন রাহুল সিনহা। প্রচারে নেমেই তিনি হাতিয়ার করলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে রাহুল সিনহা বলেন, গতবার যিনি জিতেছিলেন, তিনি বেশিরভাগ সময় জেলে ছিলেন। ফলে এলাকার উন্নয়ন বিঘ্নিত হয়েছে। উত্তর কলকাতা কেন্দ্রে চলছে মস্তানরাজ। তাই তাঁর কাছে সুশাসন আনার চ্যালেঞ্জ রয়েছে। এবার জিতে তিনি সুশাসন আনতে চান। তিনি সুশাসন আনবেনই। রাহুল বলেন, উত্তর কলকাতায় দ্বিতীয় হয়েছিলাম গতবার। এবার প্রথম হওয়াই লক্ষ্য। ২০১৪ সালের পর এখন অনেরক পরিবর্তন হয়েছে। তারপর অনেক মানুষ বিজেপিতে এসেছেন। শাসকদলের প্রতি মানুষের ক্ষোভ তৈরি হয়েছে। তরুণ ভোটাররা তাঁদের দিকেই রয়েছে, নতুন প্রজন্মের ভোট তাঁদের বাক্সে পড়বে। রাহুল সিনহা বলেন, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন থেকে বেরিয়ে আসতে চায়। তাই মানুষের মন এখন তাঁদের দিকে। বিজেপি মানুষর চাহিদা পূরণ করবে, তাঁদের সঙ্গে নিয়ে এগিয়ে যাবে। আগামী দিনে নরেন্দ্র মোদীর হাত শক্ত করে নতুন ভারত গড়ার কাছে এগিয়ে দেবে বাংলা। সেই পথ ধরেই বাংলায় আসবে পরিবর্তন। দেখুন ভিডিও –