কলকাতা

জোর কদমে চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ এবং একই সাথে চলছে রাজনৈতিক দলের প্রচার

জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ ভোটের দিন আসতে অনেকটাই বাকি, হাতে সময়ও প্রচুর তাসত্ত্বেও সপ্তাহান্তে রবিবারটা কোনমতেই নষ্ট করতে রাজি নন রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দসহ প্রার্থীরা। যদিও প্রচারের দৌড়ে তৃণমূলই এগিয়ে, তারা প্রার্থী তালিকা ঘোষণাতেও প্রথম আর দেওয়াল লিখন থেকে শুরু করে বাড়ি বাড়ি প্রচার সবকিছুতেই তারাই প্রথম। অন্যদিকে বামফ্রন্ট জোট ঘোট নিয়ে ব্যস্ত থাকলেও ঘোষিত প্রার্থীদের নিয়ে প্রচার এর খামতি নেই। কংগ্রেস কে সেভাবে এখনও রাস্তায় নামতে দেখা যায়নি কিন্তু তার মধ্যেই মালদায় রাহুল গান্ধী একপ্রস্থ প্রচার সেরে ফেলেছেন। বাকি রইল বিজেপি, তারা কিছু প্রার্থী তালিকা ঘোষণা করলেও বাকি রয়ে গেছে ১৩ টি আসনে প্রার্থী ঘোষণা। বিজেপি নেতাদের মুখে প্রায়ই শোনা যাচ্ছে “বড় উইকেট পড়বে, বড় উইকেট পড়বে”, তৃণমূল দল থেকে অনেকেই বিজেপিতে যোগ দেবেন। কিন্তু অর্জুন সিং ছাড়া সেরকম কোনো উইকেট এখনো ঝুলিতে ভরাতে পারেনি বিজেপি। যদিও অর্জুন সিং এর রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। তাই বিজেপির যেসব প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে তারা আর বসে থাকতে নারাজ, আজ রবিবার ছুটির দিনে প্রায় প্রত্যেকেই কোমর বেঁধে নেমে পড়েছেন প্রচারে। তাদের নেতৃবৃন্দের কথায় বিরোধীদলকে একটুও জমি ছাড়া হবে না।লড়াই হবে হাড্ডাহাড্ডি। যদিও সব রাজনৈতিকদের বক্তব্য এক আমরাই জয়লাভ করবো। আজ হেভিওয়েট সব প্রার্থীরাই সকাল থেকে রাস্তায় নেমে পড়েছেন প্রচারে। অন্যদিকে নির্বাচন কমিশনও বসে নেই। অন্যান্য দিনের মতো বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ চলছে রবিবারেও। কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করে ভোটারদের মনোবল বাড়াচ্ছে আর জানান দিচ্ছে নির্ভয়ে বুথে যান। অন্যদিকে রাজনৈতিক প্রার্থীরা নিজেদের পক্ষে ভোট টানার জন্য দৌড়ে বেড়াচ্ছেন এ প্রান্ত থেকে ওপ্রান্ত, এখন শুধুই অপেক্ষা জনগন কি রায় দেন, পক্ষে না বিপক্ষে।