কলকাতা

মেট্রো রেল কর্তৃপক্ষকে কড়া চিঠি ফিরহাদ হাকিমের

কলকাতাঃ মেট্রো রেলের পিলারে বিজ্ঞাপন লাগানোকে কেন্দ্র করে মেট্রো রেল কর্তৃপক্ষকে কড়া চিঠি দিলেন পৌর ও নগরোয়ন্নন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানান, ইস্ট–ওয়েস্ট মেট্রো প্রকল্পের জন্য রাজ্য সরকার যে জমি দিয়েছিল তার ডেভেলপমেন্ট চার্জ হিসাবে ২৫৭ কোটি টাকা প্রাপ্য ছিল রাজ্যের। যদিও রাজ্য সরকার পুরো টাকা মকুব করে দেয়। এখন মেট্রো রেল তাদের পিলারগুলিকে বাণিজ্যিকভাবে ব্যবহার করছে বিজ্ঞাপন লাগিয়ে। নিউটাউনে মেট্রো রেলের পথে থাকা সমস্ত পিলারগুলি থেকে বাণিজ্যিক বিজ্ঞাপন খুলে ফেলার প্রয়াস নিচ্ছে রাজ্য সরকার। এই জায়গাগুলিকে ভার্টিকাল গার্ডেন করার উদ্যোগ দেওয়া হচ্ছে। রীতিমতো ক্ষোভের পকাশ করে তিনি বলেন, ‘‌রাজ্য সরকারের ছাড় দেওয়া ২৫৭ কোটি টাকা অর্থমূল্যের জমিতে পিলার তৈরি করেছে মেট্রো রেল। পিলারগুলিকে বাণিজ্যিকভাবে ব্যবহার করছে তারা। এটা নিয়ে আমরা আপত্তি জানিয়েছি। কেএমডিএ’‌র সিইও ১৫ ফেব্রুয়ারি একটি চিঠি দিয়েছেন মেট্রো রেলকে। ১৯ ফেব্রুয়ারি লোক পাঠিয়েছেন। মেট্রো রেল কর্তৃপক্ষকে সিইও একটি বৈঠকেও ডাকেন। কিন্তু কেউ বৈঠকে আসেনি। এরপর সিইও কলকাতা মেট্রো রেলকে একটি নোটিস দিয়ে জানিয়ে দিয়েছেন বিজ্ঞাপনগুলিকে খুলে দেওয়া হবে।’‌ 

ফাইল চিত্র।