আগামীকাল ঘূর্ণিঝড় ফেনি আছড়ে পড়তে চলেছে। তাই এই প্রাকৃতিক দুর্যোগের আগে একাধিক পরক্ষেপ নিয়ে চূড়ান্ত সতর্কতায় রয়েছে রাজ্য প্রশাসন। এরমধ্যে কলকাতা পুরসভার তরফেও একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিন এক সাংবাদিক সম্মেলন করে মেয়র ফিরহাদ হাকিম জানিয়ে দিয়েছেন আগামী ২ দিন, অর্থাত্ শুক্রবার ও শনিবার কলকাতা পুরসভা এলাকার আওতায় থাকা সমস্ত স্কুলে ছুটি থাকবে। এছাড়া গরমের ছুটিও এগিয়ে আনার আবেদন রাজ্য সরকারের। মনে করা হচ্ছে রবিবারের পর থেকে পরিস্থিতি খানিকটা পাল্টাতে থাকবে। এছাড়াও কলকাতায় যাবতীয় বিজ্ঞাপনী হোর্ডিং তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে পুরসভা। বাজার এলাকাগুলিতেও প্লাস্টিক পরিস্কার করার কথা জানানো হয়েছে। সমস্ত অফিসারদের ছুটি বাতিল করা হয়েছে। দিকে, আবহাওয়ার খবর অনুযায়ী, দীঘা থেকে এই মুহূর্তে ৬৫০ কিলোমিটার দূরে রয়েছে ফেনি। পুরী থেকে ৪২০ কিলেমিটার দূরে রয়েছে এই সুপার সাইক্লোন ফেনি। আর এই ঝড়ের মোকাবিলায় প্রস্তুত রয়েছে রাজ্য সরকারের দুর্যোগ মোকবিলা দল।
কলকাতা পুলিসের সর্বক্ষণ খোলা থাকবে কন্ট্রোলরুম। পূর্ত দফতর, দমকল বিভাগ ও অন্যান্য সরকারি পরিষেবার আধিকারিকরা থাকবেন। তৈরি থাকছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। বিপদে পড়লে ডায়াল করুন কন্ট্রোল রুমে। নম্বর- ০৩৩-২২১৪৩০২৪/ ২২১৪-৩২৩০/ ২২১৪-১৩১০। থাকছে বিশেষ হেল্পলাইন নম্বর ৯৪৩২৬১০৪৪৪। এখানে হোয়াটসঅ্যাপও করতে পারবেন নাগরিকরা।