কলকাতা

ফেনির বিপর্যয় মোকাবিলায় রাতভর পুরভবনের কন্ট্রোলরুমে থাকছেন মেয়র

কলকাতাঃ ঘূর্ণিঝড় ফেনির বিপর্যয় মোকাবিলায় শুক্রবার রাতভর পুরভবনের কন্ট্রোল রুমে থাকছেন নগরোন্নয়ন ও পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পুলিশ, দমকল ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় গড়ে দুর্গতদের সরিয়ে নিয়ে যাচ্ছেন নিরাপদ স্থানে। শুক্রবার সন্ধ্যায় ফণীতে বিপন্নদের উদ্ধারের পাশাপাশি তিনদিনের খাওয়া-দাওয়া ও ত্রাণেরও ব্যবস্থা করলেন মেয়র। কলকাতার বিপজ্জনক বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে আনার কাজ চলছে। অনেকে ত্রাণশিবিরে চলেও এসেছেন। যাঁরা আসতে চাইছেন না, তাঁদের পুরকর্মীরা বোঝানোর চেষ্টা করছেন বলে সাংবাদিকদের জানিয়েছন ফিরহাদ হাকিম। অযথা আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছেন মেয়র। কলকাতার পাশাপাশি, সতর্ক বিধাননগর পুরনিগমও। কলকাতার পাশাপাশি লাগোয়া দুই ২৪ পরগনা ও হাওড়া জেলার ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতেও দ্রুত বিপর্যয় মোকাবিলায় পুলিশ ও প্রশাসনকে পৌঁছে দিলেন
নগরোন্নয়ন ও  পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । বারাসত, সোনারপুর, বালি, উত্তরপাড়া এবং কাকদ্বীপ, রিষড়ার ক্ষতিগ্রস্তদের বিস্তারিত তথ্য পাঠাতে নিজের হোয়াটসঅ্যাপ নম্বর ৯৮৩০০৩৭৪৯৩ দিয়েছেন। কলকাতার ত্রাণ ও উদ্ধারের পাশাপাশি ঘনঘন খড়গপুরে থাকা মুখ্যমন্ত্রীকে পরিস্থিতি নিয়ে রিপোর্টও দিয়েছেন তিনি। মেয়র জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য প্রশাসন সর্বশক্তি নিয়ে দুর্যোগ মোকাবিলায় রাস্তায় নেমেছে, ক্ষতিগ্রস্তদের সমস্তরকম সাহায্য দেওয়া হচ্ছে। কলকাতার বিপজ্জনক বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে আনার কাজ চলছে। অনেকে ত্রাণশিবিরে চলেও এসেছেন। যাঁরা আসতে চাইছেন না, তাঁদের পুরকর্মীরা বোঝানোর চেষ্টা করছেন বলে সাংবাদিকদের জানিয়েছন ফিরহাদ হাকিম। অযথা আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছেন মেয়র। কলকাতার পাশাপাশি, সতর্ক বিধাননগর পুরনিগমও।