দেশ

ভোট স্থগিত করে দিলেন রাষ্ট্রপতি, বেনজির ঘটনা

অর্থ দিয়ে প্রভাব খাটানোর অভিযোগ উঠেছিল তামিলনাড়ুর ভেলোর কেন্দ্রে। দাবি উঠেছিল ভোট বাতিলের। সেই দাবি মেনে রাষ্ট্রপতির হস্তক্ষেপে ভোট বাতিল হয়ে গেল ভেলোরে। টাকা বিলির দায়ে ভোট বাতিলের ঘটনা দেশের ইতিহাসে নজিরবিহীন বলে ব্যাখ্যা রাজনৈতিক বিশেষজ্ঞদের। এবার লোকসভা নির্বাচন নিয়ে পরিস্থিতি ক্রমেই সরগরম হয়ে উঠছে। অভিযোগ, লোকসভা নির্বাচনের প্রথম দফায় বাইরে থেকে টাকা বিলি করা হয়েছে। সেই অভিযোগকে মান্যতা দিয়ে এক রাজনৈতিক দলের গুদামঘর থেকে উদ্ধার হয় সাড়ে ১১ কোটি টাকা। সেই টাকা দ্বিতীয় দফার নির্বাচনে কাজে লাগানো হবে বলে অভিযোগ করা হয় নির্বাচন কমিশনে। অভিযোগ খতিয়ে দেখে কমিশন।
কমিশন জানতে পারে ওই গুদাম ডিএমকে নেতার। তিনি ডিএমকের প্রধান কোষাধ্যক্ষ।  ওই কোষাধ্যক্ষকে জেরা করছেন তদন্তকারী অফিসাররা। তিনি জেরায় জানিয়েছেন, ওই টাকা তাঁর বা তাঁর পরিবারের কারও নয়। এরপরই সর্বদলীয় বৈঠক ডাকা হয়। চূড়ান্ত সিদ্ধান্ত প্রতিটি রাজনৈতিক দলের মতামত শোনার পর নেওয়ার কথা কমিশনের। রাষ্ট্রপতি নিজে সিদ্ধান্ত নিয়ে এই পরিস্থিতিতে কঠোর অবস্থান নেন।

ফাইল চিত্র।