মালদা

গ্রামে নতুন মদের দোকান খোলার প্রতিবাদে মহিলাদের ডেপুটেশন

হক জাফর ইমাম, মালদাঃ গ্রামে নতুন মদের দোকান খোলার প্রতিবাদে মালদা ইংরেজবাজার থানার সদুল্লাপুর গ্রামের প্রায় ২০০ শতাধিক মহিলারা ডেপুটেশন প্রদান করেন মালদা ইংরেজবাজার বিডিওর কাছে। বুধবার দুপুরে প্রথমে মালদা ইংরেজবাজার থানার সদুল্লাপুর গ্রামের মহিলারা মালদা ইংরেজবাজার থানায় যান সেখানে বিক্ষোভ জানিয়ে সোজা চলে যান মালদা ইংরেজবাজার বিডিওর কাছে সেখানে ডেপুটেশনের কপি প্রদান করে সোজা চলে যান মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে সেখানে ও বিক্ষোভ প্রদর্শন করেন মহিলারা। মালদা ইংরেজবাজার থানার সদুল্লাপুর গ্রামের মহিলাদের একটাই দাবি মালদা সদুল্লাপুর গ্রামে ঘনবসতি এলাকায় মদের দোকান খোলা হচ্ছে এতে এলাকার পরিবেশ নষ্ট হবৈ এ বিষয়ে আমরা বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েছি তা সত্ত্বেও জোরপূর্বক মদের দোকান খোলার চেষ্টা চালাচ্ছে। অবিলম্বে সেই মদের দোকান কে বন্ধ করতে হবে। বিক্ষোভকারী গ্রামের মহিলা সুজলা রায় ঘটনার সম্পর্কে সংবাদমাধ্যমকে বলেন আমাদের গ্রামে জনবসতি এলাকায় নতুন করে মদের দোকান সেখানে যেন না হয়। এলাকায় মদের দোকান হলে আমাদের পরিবেশ নষ্ট হবে তারই প্রতিবাদে আমরা আজ মালদা ইংরেজবাজারের বিডিওর কাছে ডেপুটেশনের কপি দিলাম। বিডিও সাহেব আমাদের আশ্বাস দিয়েছেন সেখানে নতুন করে মদের দোকান না হওয়ার। যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা এরপর বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।