হক জাফর ইমাম, মালদাঃ আজ মালদা জেলা হাসপাতালের চুক্তিভিত্তিক রোগীসহায়ক কর্মীরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ৪ দফা দাবি জানিয়ে মালদা জেলাশাসকের মাধ্যমে ডেপুটেশন প্রদান করেন। মূলত তাদের দাবি গুলি হল, দীর্ঘ নয় বছর ধরে রোগী সহায়তা কর্মীরা কাজ করলেও এখন পর্যন্ত বিভিন্ন এনজিওর অধীনে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে নিযুক্ত আছেন। এর ফলে তারা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের যে সমস্ত সুযোগ সুবিধা ও বেতন বৃদ্ধি করেছেন তা থেকে তাঁরা সম্পূর্ণরূপে বঞ্চিত ।তারা চাই যে সমস্ত সুযোগ-সুবিধা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হোক এবং সরকারের অধীনস্থ করা হোক চুক্তিভিত্তিক কর্মী হিসেবে। মাতৃত্বকালীন অসুস্থতার কালীন কোন ছুটি তাদের দেওয়া হয় না। সেই সমস্ত ছুটির ব্যবস্থা প্রদান করলে তারা প্রকৃত হবেন।শ্রম দপ্তর থেকে বিভিন্ন কর্মচারীদের পি এফ ই এস আই এর ব্যবস্থা করেছেন তারা এগুলো থেকে বঞ্চিত তাদের ক্ষেত্রেও তা যেন প্রযোজ্য করা হয়। কাজের নিরিখে উপযুক্ত বেতন পায় না তারা এই স্বল্প বেতনে পরিবারকে চালানো কষ্টকর ব্যাপার তাই তাদের একটি উপযুক্ত বেতনের ব্যবস্থা করা হোক।