মালদা

যুব তৃণমূল কংগ্রেস কর্মীকে প্রকাশ্যে রাস্তায় গুলি করে খুনের চেষ্টা দুষ্কৃতীদের

মালদা, হক জাফর ইমামঃ যুব তৃণমূল কংগ্রেস কর্মীকে প্রকাশ্যে রাস্তায় গুলি করে খুনের চেষ্টা চালালো দুষ্কৃতীরা। ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন যুব তৃণমূল কংগ্রেসের মালদা ইংরেজবাজার টাউন কমিটি কার্যকরী সভাপতি আকাশ ঘোষ।  অন্যদিকে দুষ্কৃতীদের ছোড়াগুলিতে গুরুতর জখম হয়েছেন যুব তৃণমূল কর্মী বিশ্বজিৎ শীল (২৭)। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত দশটা নাগাদ মালদা শহরের রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকায়। গুলিবিদ্ধ যুব তৃণমূল কর্মীকে রাতে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে। মালদা মেডিকেল কলেজএন্ড হাসপাতালের ডেপুটি সুপার ডাঃ জ্যোতীষ চন্দ্র দাস জানিয়েছেন, ওই যুবকের বাম পায়ে ও বাম হাতে গুলি লেগেছিল।  অস্ত্রোপচারের পর সেই গুলি বার করে ফেলেছেন কর্তব্যরত মেডিকেল কলেজের চিকিৎসকেরা । আপাতত ওই রোগীর শারিরীক পরিস্থিতি ভালো আছে বলে মেডিকেল কলেজের চিকিৎসকেরা জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে,  আহত যুব তৃণমূল কর্মীর নাম বিশ্বজিৎ শীল (২৭)।   পুলিশকে অভিযোগে আক্রান্ত যুব  তৃণমূল কর্মী জানিয়েছেন, এদিন সে রাত্রিবেলা ওই এলাকায় বসে বন্ধুদের সাথে গল্প করছিলেন। সেই সময় একটি গাড়ি এসে থামে। সেখান থেকে একদল দুষ্কৃতী তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। এতে তার বাম পায়ে ও বাম হাতে গুলি লাগে। ঘটনা চিৎকার-চেঁচামেচিতে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় বিশ্বজিতকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন। ইংরেজবাজার টাউন যুব তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি আকাশ ঘোষ জানিয়েছেন,  ওই দিন রাত্রে রবীন্দ্র ভবন এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে বেশ কয়েকজন বন্ধুরা মিলে গল্প করছিলাম । সেই সময় একটি কালো রঙের চার চাকার গাড়ি আমাদের সামনে এসে দাঁড়ায়।  সেই গাড়ি থেকে তিন-চারজন দুষ্কৃতী সশস্ত্র অবস্থায় বেরিয়ে আমাদের এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে । সেখান থেকে পালানোর চেষ্টা করি। তাতেই দলের কর্মী গুলিবিদ্ধ হন। আমাদের ধারণা এই ঘটনার পিছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা জড়িত রয়েছে। তৃণমূলের জেলা যুব সভাপতি অম্লান ভাদুড়ি বলেন, পঞ্চায়েত ভোট পরবর্তী সময়ে বিজেপি জেলা জুড়ে সন্ত্রাস করছে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে মানুষকে ভীত সন্ত্রস্ত করতে ও আমাদের কর্মীদের ভয় দেখাতে  গুলি চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। আমরা গোটা বিষয়টি পুলিশ প্রশাসনকে জানিয়েছি। অবিলম্বে অভিযুক্ত দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে।  বিজেপির জেলার সাধরন সম্পাদক অজয় গাঙ্গুলী বলেন,পঞ্চায়েত নির্বাচনে শাসক দল যে ভাবে সন্ত্রাস করেছে ফলে তাদের মধ্যে অনেক গোষ্ঠী তৈরি হয়েছে। আর যার জেরে তারা জেলা জুড়ে নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়ছে। নিজেদের পিঠ বাঁচাতে বিজেপির বিরুদ্ধে দোষ চাপাচ্ছে মিথ্যা অভিযোগ দিচ্ছে। পুলিশ সুপার অর্ণব ঘোষ জানিয়েছেন,গুলিবিদ্ধ যুবক মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা ইংরেজবাজার থানার পুলিশ।