হক জাফর ইমাম, মালদাঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রীন সিটি হয়ে উঠতে চলেছে পুরাতন মালদা পৌর এলাকাষ্ট৷ গ্রিন সিটি প্রোজেক্টে এই পৌরসভার বিস্তীর্ণ এলাকায় নেওয়া হয়েছে সবুজায়ন কর্মসূচি৷ শুধু তাই নয়, মঙ্গলবাড়ি মোড় থেকে রাঙামাটিয়া পর্যন্ত রাস্তায় তৈরি করা হচ্ছে ডিভাইডার৷ বসছে অত্যাধুনিক পথবাতিও৷ এই দুই কাজের জন্য ১ কোটি ৮১ লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর৷ শুক্রবার এই দুই প্রকল্পের কাজের শিলান্যাস করলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ৷ সঙ্গে ছিলেন ভাইস চেয়ারম্যান চন্দনা হালদার সহ অন্যান্য কাউন্সিলররাও৷ আগামীকাল থেকে প্রকল্পের কাজ শুরু হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন চেয়ারম্যান কার্তিক ঘোষ। অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুরাতন মালদা পৌরসভা চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, গ্রিন সিটি প্রকল্পে এই পৌরসভাকে অন্তর্ভূক্ত করতে আমরা পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে প্রস্তাব পাঠিয়েছিলাম৷ এই প্রকল্পে মঙ্গলবাড়ি মহানন্দা ব্রিজ থেকে রাঙামাটিয়ায় বেহুলা নদীর ব্রিজ পর্যন্ত প্রায় সাড়ে ৬ কিলোমিটার রাস্তায় ডিভাইডার ও পথবাতি বসানোর প্রস্তাব পাঠানো হয়৷ রাজ্য পৌর ও নগরোন্নয়ন দপ্তর সেই প্রস্তাব মেনে নিয়েছে৷ এই কাজের জন্য ১ কোটি ৮১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে৷ এই প্রকল্পে রাস্তার মাঝখানে ডিভাইডার নির্মাণের সঙ্গে উন্নত মানের পথবাতি বসানো হবে৷ শুধু তাই নয়, ডিভাইডারের মধ্যবর্তী অংশে সবুজায়নও করা হবে৷ গাছ লাগানো হবে রাস্তার দু’ধারেও৷ এতে এলাকা আরও সুন্দর দেখাবে৷ এই কাজের জন্য ইতিমধ্যেই টেন্ডার হয়ে গেছে৷ আগামীকাল থেকে কাজ শুরু হয়ে যাচ্ছে৷ আগামী ৬ মাসের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করা হবে৷ এর জন্য আমরা পৌরবাসীর পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাচ্ছি৷এই প্রকল্পের কথা জানতে পেরে খুশি স্থানীয় বাসিন্দারাও৷ অশোক মজুমদার নামে এক বাসিন্দা জানান, এই প্রকল্পের কাজ শেষ হলে পৌর এলাকার ছবিটাই বদলে যাবে৷ এর জন্য তাঁরা পৌরপ্রধানকে ধন্যবাদ জানান৷