মালদা

জেলা আয়কর দপ্তরের উদ্যোগে ব্যবসায়ীদের নিয়ে অ্যাডভান্স টেক্স কর্মশালা

হক জাফর ইমামঃ জেলা আয়কর দপ্তরের উদ্যোগে মালদা জেলার ব্যবসায়ীদের নিয়ে অ্যাডভান্স টেক্স নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়।শুক্রবার বেলা দুটো নাগাদ মালদা শহরের রথবাড়ি এলাকায় আয়কর দপ্তরে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন, জয়েন্ট কমিশনার পি টি ভুটিয়া, আর লামা, পি এল দুক্কা, সিনিয়ার ইনকাম ট্যাক্স অফিসার রাজকিশোর গুপ্তা সহ অন্যান্য আধিকারিক ও ব্যবসায়ীরা। চলতি মাসের ১৫ তারিখের মধ্যে এই অ্যাডভান্স ট্যাক্স জমা দেওয়ার আবেদন জানিয়ে ব্যবসায়ীদের নিয়ে এই কর্মশালার আয়োজন করে আয়কর দপ্তর। আগামী ১৫ তারিখের মধ্যে অ্যাডভান্স ট্যাক্স দিলে কি সুবিধা রয়েছে এবং না দিলে কি অসুবিধা হতে পারে তা নিয়েই মূলত আলোচনা হয় এই কর্মশালায়। আয়কর দপ্তরের লক্ষ পূরণের জন্য অ্যাডভান্স ট্যাক্স জমা দেওয়ার ১৫ মার্চ সময় সীমা বেধে দেয় আয়কর দপ্তর।