মালদা

আবু বরকত গনি খাঁন চৌধুরীর উপর কার বেশি অধিকার ভাগ্নির, নাকি ভাইপোর !

হক জাফর ইমাম, মালদাঃ আবু বরকত গনি খাঁন চৌধুরীর উপর কার বেশি অধিকার ভাগ্নির? নাকি ভাইপোর?।শনিবার পুরাতন মালদার নারায়ণপুরে দলীয় কার্যালয়ে উপস্থিত দলীয় কর্মীদের সামনে এই প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র৷ আগামী ২৩ মার্চ রাহুল গান্ধির জনসভার প্রস্তুতি খতিয়ে দেখতে আজ মালদায় আসেন সোমেনবাবু৷ তাঁর সঙ্গে মালদায় আসেন রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্যও৷ তাঁরা পুরাতন মালদার সাহাপুরের গৌড় ভবনে ওঠেন৷ বেলার দিকে সাংসদ আবু হাসেম খাঁন চৌধুরি, বিধায়ক মোত্তাকিন আলম, অর্জুন হালদার, মোস্তাক আলমদের নিয়ে সেখান থেকে চলে যান চাঁচলে৷ সেখানেই রাহুল গান্ধির সভা অনুষ্ঠিত হওয়ার কথা৷ ফেরার সময় নারায়ণপুরে দলীয় কার্যালয়ে ঢোকেন তাঁরা৷ আসন্ন লোকসভা নির্বাচনে কীভাবে লড়াই করতে হবে তা নিয়ে একটি ছোটো বক্তব্য রাখেন সোমেনবাবু৷ তিনি বলেন, মৌসম তৃণমূলে গেছেন৷ তিনি গণি খানঁকে দেখিয়ে ভোট চাইবেন৷ কিন্তু মৌসমের বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন ইশা খান চৌধুরি৷ তাই কর্মীদেরও ভোটারদের বোঝাতে হবে, ভাগ্নির চেয়ে ভাইপো বড়ো৷কারণ জেঠুর প্রতি ভাইপোই অধিকার হয় প্রথম। তাছাড়া কংগ্রেস ছেড়ে অন্য দলে গিয়ে আবু বরকত গণি খাঁন চৌধুরি পরিবারের কেউ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারেননি৷ লেবুবাবু তার অন্যতম উদাহরণ৷ লোকসভা ভোটে উত্তর মালদা কেন্দ্রে ইশা খানই জিতবেন৷ এনিয়ে কোনও দ্বিমত নেই৷ তবে কর্মীদের এখন থেকেই ময়দানে নেমে পড়তে হবে৷ অন্যদিকে এই দিন চাচোঁলের এক কর্মীসভায় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে সৌমেন বাবু বলেন উত্তর মালদায় লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী ইশা খাঁন চৌধুরী, আগামী ২৩শে মে সম্ভবত নির্বাচনী সভা থেকে সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী উত্তর মালদা লোকসভা কংগ্রেস প্রার্থী ঈসা খাঁন চৌধুরীর নাম ঘোষণা করবেন।