হক জাফর ইমাম, মালদাঃ শুক্রবার রাতে মালদা গাজলের আহোরা পার্কিং এলাকা থেকে ৩৪ হাজার টাকার জালনোট সহ দু’জনকে গ্রেপ্তার করে মালদা গাজোল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত সুরজিৎ সাহার বাড়ি গাজলের ভুলকিডাঙ্গা ও কবীর ভুঁইমালির বাড়ি বুজরুক তনধাওইল গ্রামে। সুরজিৎ এর কাছ থেকে ২০ হাজার টাকার জালনোট এবং কবীরের কাছ থেকে ১৪ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। ধৃত দুজনকে শনিবার মালদহ জেলা আদালতের সিজেএমের এজলাসে তোলা হয়। সরকারি আইনজীবী উৎপল মণ্ডল জানিয়েছেন, পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে পেতে সাত দিনের রিমান্ডের আবেদন জানায়।বিচারক তিন দিনের আবেদন মঞ্জুর করেছেন। মালদা গাজল থানার পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে তাঁরা গোপন সূত্রে জানতে পারে যে জাল নোট সহ দুই যুবক ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন আহোরা পার্কিং এলাকায় দাঁড়িয়ে আছে। খবর পেয়ে পুলিশের একটি দল আহোরাতে হানা দেয় এবং জালনোট সমেত দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা অবশ্য জানিয়েছে, তাঁদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।