মালদা

মোটর বাইক কিনতে এসে পথ দুর্ঘটনা, মৃত ১, গুরুতর আহত ২

হক জাফর ইমাম, মালদাঃ আজ নতুন জামাইয়ের জন্য মোটর বাইক কিনতে এসে পথ দুর্ঘটনায় মৃত্যু হলেন শশুর গুরুতর আহত হয়েছেন মৃত শ্বশুরের দুই বন্ধু। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ইংরেজবাজার থানার যদুপুর ১ গ্রাম পঞ্চায়েতের গাবগাছি এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে ।গুরুতর জখম দুইজনের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল । দুর্ঘটনার পর পুলিশ ঘাতক ট্রলিটি আটক করেছে।  তবে চালক ও খালাসি পলাতক।  তাদের খোঁজ চালাচ্ছে সংশ্লিষ্ট থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে,  মৃতের নাম রেজাউল করিম (৪৮)। তিনি পেশায় লরি চালক ছিলেন।  আহতদের নাম ইব্রাহিম শেখ (৪০) এবং বরকত শেখ (৪৫) । এদের বাড়ি কালিয়াচক থানার আলারদিটোলা গ্রামে । শনিবার রাতে গাবগাছি এলাকার একটি মোটর বাইক শোরুম তার নতুন জামাইয়ের জন্য বাইক কিনতে আসেন রেজাউল করিম । বাইকের টাকা বায়নানামা করেই দুই বন্ধুর সঙ্গে মোটর বাইকে ফিরছিলেন রেজাউলবাবু । গাবগাছি এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে মোটর বাইকে ধাক্কা মারে । দুর্ঘটনায় তিনজন  গুরুতর জখম হন।  স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।শনিবার গভীর রাতে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় রেজাউল করিমের।