হক জাফর ইমাম, মালদাঃ স্বাধীনতার ৭০বছর পর রাজ্যের মুখ্যমন্ত্রীর সহায়তায় নতুন পাকা রাস্তা পেলেন মালদা রতুয়া থানার পুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের চোদুয়ার গ্রামের বাসিন্দারা। এতদিন মালদা সদরের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল কাঁচা মেঠো রাস্তা। বিকল্প রাস্তা ছিল বটে। কিন্তু তা প্রায় ১৫ কিলোমিটার অতিরিক্ত পথ অতিক্রম করে। ফলে নিত্যদিনের সমস্যা চটজলদি সমাধান হত না। বাজার,হাট থেকে জমির ফসল বাজারে পৌছানোর ক্ষেত্রে বড় বাধা ছিল কাঁচা মেঠো রাস্তা। শুধু তাই নয় কেউ গুরুতর জখম বা অসুস্থ হলে অথবা প্রসব যন্ত্রনায় কাতর হয়ে পড়লেও পাকা রাস্তার অভাবে রাস্তাতে প্রসব হত নয়তো মৃত্যু হত। যদি কেউ চিকিৎসাকেন্দ্রে পৌছালেও অসুস্থতা আরো বৃদ্ধি পেত। এক লক্ষ বাসিন্দা বসবাসকারী জন্য এই গ্রামের সাথে শহরে সংযোগকারী রাস্তা ছিল না বললেই চলে। এই অঞ্চলের সাথে শহরের সংযোগস্থল পীরগঞ্জ এলাকার দূরত্ব মাত্র সাড়ে তিন কিলোমিটার। পাকা রাস্তা না থাকায় বাসিন্দাদের যেতে হত প্রায় ১৫ কিলোমিটার পথ ঘুরে। সমস্যার কথা জানতেন পারেন গত পঞ্চায়েত নির্বাচনে প্রচারে গিয়ে তৃণমূল কংগ্রেস দলের নেতা তথা বর্তমানে মালদা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সামশুল হক। শুরু করেন কাঁচা মেঠো রাস্তাকে পাকা করার উদ্যোগ। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে গ্রামবাসীদের সমস্যা সমাধানের আর্জি জানান। আর সমস্যা সমাধানের মুশকিল আসন করার কারিগর রাজ্যে মুখ্যমন্ত্রী পাকা রাস্তা রূপায়নের জন্য প্রায় ৪০ লক্ষ টাকা অনুমোদন মঞ্জুর করেন। মালদা জেলা পরিষদের ক্ষমতা দখলের ছয় মাসের মধ্যে এলাকাবাসী এমন উপহার পেয়ে স্বাভাবিকভাবে খুশি।আজ গ্রামবাসীদের দীর্ঘদিনের এই রাস্তার শুভ সূচনা করলেন মালদা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সামশুল হক।