মালদা

নির্বাচন আইন ভঙ্গ করার অভিযোগ তৃণমূলের, পাল্টা অভিযোগ বিজেপির

হক জাফর ইমাম, মালদাঃ শনিবার এক সাংবাদিক বৈঠক করে মালদা জেলা তৃণমূল নেতা প্রসেনজিৎ দাস জেলা বিজেপির বিরুদ্ধে নির্বাচনের আদর্শ আচরণ বিধি ভঙ্গের অভিযোগ তোলেন। তিনি বলেন জেলার একাধিক পেট্রোল পাম্পে এখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোস্টার লাগানো আছে। এটি নির্বাচনের আচরণবিধি ভঙ্গের মধ্যে পড়ে। এই নিয়ে ইতিমধ্যে একটি লিখিত অভিযোগ জানানো হয়েছে বলেও তিনি জানান। পাল্টা প্রতিক্রিয়ায় মালদা জেলা বিজেপি সভাপতি সঞ্জিত মিশ্র বলেন, পেট্রলপাম গুলি হল ব্যক্তিগত। সেখানে ব্যক্তিগতভাবে কেউ প্রধানমন্ত্রীর পোস্টার লাগাতে পারে। এটা আচরণ বিধির মধ্যে পড়ে না। তাই তৃণমূলকে বলব কাঁচের ঘরে থেকে অন্যের ঘরে ঢিল মারা বন্ধ করুক তৃণমূল। পেট্রোল পাম্প কোন সরকারি প্রতিষ্ঠান নয়, বেসরকারিকরণ। সেখানে নরেন্দ্র মোদির পোস্টার থাকতেই পারে। তৃণমূলের করা আদর্শ আচরণ বিধি ভঙ্গের অভিযোগকে এইভাবেই কটাক্ষ করলেন মালদা জেলা বিজেপি সভাপতি সঞ্জিত মিশ্র।