দেশ

সংখ্যা নিয়ে নাজেহাল !

পাকিস্তানের বালাকোটে ভারতীয় বায়ুসেনার এয়ারস্ট্রাইকে কত জঙ্গির মৃত্যু হয়েছে, তা এখনও ধোঁয়াশা। অভিযানের পরেই সরকারি ‘সূত্র’ উদ্ধৃত করে বিভিন্ন চ্যানেল দাবি করেছিল ৩০০ থেকে সাড়ে ৩০০। বিদেশি সংবাদমাধ্যমের একাংশের দাবি, একজনও নয়। মারা পড়েছিল ৫টি পাইনগাছ। আহত মাত্র ১জন। সম্প্রতি এক বিদেশি সংবাদমাধ্যমের অন্য অংশের দাবি, মৃত্যু হয়েছিল ৩৫ জনের। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী সুরিন্দর সিং আলুওয়ালিয়া আবার বলে বসেছেন, ‘ওই হানায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।’ এর মধ্যে বিজেপি সভাপতি অমিত শাহ আবার রবিবার দাবি করেছেন, ‘বালাকোট অভিযানে ২৫০ জনেরও বেশি জঙ্গি খতম হয়েছে।’ আবার তার রেশ কাটতে না কাটতেই সোমবার ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল বি এস সিংহ ধানোয়া বলেছেন,‌ ‘‌বালাকোটে নিখুঁত আঘাত হেনেছে বায়ুসেনা। ক্ষয়ক্ষতির হিসেব দেওয়া, লাশ গোনা আমাদের কাজ নয়। আমরা শুধু দেখি, নির্দিষ্ট লক্ষ্যে নিখুঁত হামলা করা সম্ভব হয়েছে কি না। সেদিক থেকে বালাকোট অভিযান সফল। আমরা নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে পেরেছি। কতজনের মৃত্যু হয়েছে, কতজন আহত হয়েছে, সে-‌বিষয়ে তথ্য দিতে পারবে সরকার।’ সরকারের তরফে হামলার ৬ দিন পরেও হতাহতের সংখ্যা নিয়ে কিছু বলা হয়নি। ভারতীয় বায়ুসেনা মুখ খুলল বটে। কিন্তু তাতেও ধোঁয়াশা কাটল না। তবে এর ফলে অস্বস্তি আরও বাড়ল কেন্দ্রীয় সরকারের।