মালদা

অ-বিজেপি সরকার হবে এবার কেন্দ্রে যার চাবিকাঠি থাকবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে

হক জাফর ইমাম, মালদাঃ ২০১৯ আসন্ন লোকসভা নির্বাচনে এইবার অ-বিজেপি সরকার হবে কেন্দ্রে যার চাবিকাঠি থাকবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। এর ভীত বপন হয়ে গিয়েছে ব্রিগেডের সভা থেকে। মঙ্গলবার দুপুরে দক্ষিণ মালদা লোকসভার নির্বাচনী প্রচারে এসে একথা বলেন রাজ্যের পরিবহনমন্ত্রী তথা মালদার তৃণমূল দলের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। এদিন দক্ষিণ মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর ফুটবল খেলার মাঠে তৃণমূল প্রার্থী ডাঃ মোয়াজ্জেম হোসেনের সমর্থনে এই নির্বাচনী জনসভাটি অনুষ্ঠিত হয়। এদিনের নির্বাচনী জনসভায় মন্ত্রী শুভেন্দু অধিকারি ছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল, প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র, রতুয়া এবং মোথাবাড়ি কেন্দ্রে তৃণমূল

বিধায়ক সমর মুখার্জি ও সাবিনা ইয়াসমিন প্রমুখ। এদিন দুপুর তিনটে নাগাদ মালদার কালিয়াচকের কারবালার মাঠে দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থী ডাঃ মোয়াজ্জেম হোসেনের সমর্থনে একইভাবে আরেকটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় । সেখানে উপস্থিত হয়েছিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারি।এদিন মন্ত্রী শুভেন্দু অধিকারি মানিকচক থেকে কাজ করতে যাওয়া উত্তরপ্রদেশে কার্পেট কারখানায় বিস্ফোরণ কাণ্ডে মৃত নয় জনের পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রতিটি পরিবারের সদস্যরা এদিন মন্ত্রির সভা মঞ্চের এসে উপস্থিত হন । তাদের সঙ্গে কথা বলেন শুভেন্দুবাবু। রাজ্য সরকার যে ওই নয় মৃত শ্রমিকের পরিবারের পাশে রয়েছেন তা আরও একবার স্মরণ করিয়ে দেন মন্ত্রী শুভেন্দু অধিকারী।