হক জাফর ইমাম, মালদাঃ পারিবারিক অশান্তির জেরে বেআইনি আগ্নেয়াস্ত্র দিয়ে নিজেকে গুলি করে আত্মঘাতী হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে মালদা কালিয়াচক থানার অন্তর্গত জালালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম লাদিম সেখ (৩৭) পিতা নুরুল শেখ বাড়ি মালদা কালিয়াচক থানার অন্তর্গত জালালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। বর্তমানে মৃত লাদিম সেখের দুটো স্ত্রী রয়েছে।পারিবারিক ঝামেলার জন্য নিজে নিজেকেই বেআইনি আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে মারা যায়। ঘটনার খবর পেয়ে মালদা কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃত লাদিম সেখের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠায়।ঘটনার তদন্ত শুরু করেছে মালদা কালিয়াচক থানার পুলিশ।