দেশ

জলপথে হামলার আশঙ্কা !

জলপথেও হামলা চালাতে পারে জঙ্গিরা। আগেই সতর্ক করেছে গোয়েন্দারা। আজ নৌসেনা প্রধান সুনীল লানবা সতর্ক করে জানিয়েছেন জলপথে হামলা চালানোর জন্য প্রশিক্ষণ নিয়েছে জঙ্গিরা। ২৬/‌১১-র মুম্বই হামলার কথা মাথায় রেখেই দেশের জল সীমান্ত গুলিতে কড়া নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। সূত্রের খবর, কেরলের মত্‍স্যজীবীদের সাবমেরিনের কোনওরকম গতিবিধি রয়েছে কি না, সেদিকে নজর রাখতে বলা হয়েছে। কেরলের মত্‍স্যদপ্তর গভীর সমুদ্রের মত্‍স্যজীবীদের বিশেষ করে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশিকায় বলা হয়েছে গভীর সমুদ্রে কোনও সাবমেরিন রয়েছে আঁচ পেলেই যেন স্থানীয় উপকূল রক্ষীদের জানানো হয়। গুজরাতের কচ্ছ এবং বিকানেরে দুটি পাকিস্তানি ড্রোন গুলি করে নামানোর পরেই এই সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই পাকিস্তান অভিযোগ করেছে ভারতীয় সাবমেরিন তাদের জলসীমান্তে উঁকি দিচ্ছে। যদিও যেই অভিযোগ খারিজ করে দিয়েছে ভারতীয় নৌসেনা।