মালদা

উত্তরবঙ্গে অনুষ্ঠিত হল সর্ববৃহৎ বাউল উৎসব ও সাধু মেলা

হক জাফর ইমামঃ উত্তরবঙ্গের সর্ববৃহৎ বাউল উৎসব ও সাধু মেলা অনুষ্ঠিত হয় পুরাতন মালদার রসিলাদহ বেহুলা শ্মশান এলাকায়। উৎসব গত শুক্রবার থেকে শুরু হয় এবং গত কাল বুধবার বাউল অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।এই বাউল উৎসব সাধু মেলায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বাউল সম্রাটরা অংশ নেয় এবং শেষ দিনে অর্থাৎ বুধবারের দিন এই বাউল আসরে প্রায় লক্ষাধিক ভক্তর সমাগম হয় । কালকের শেষ দিনে বাউল অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল জি বাংলা খ্যাত তথা পটল কুমার গান ওয়ালার প্লেব্যাক সিঙ্গার শিশু শিল্পী অরুণা দাস এই শিশু শিল্পীর বাউল পরিবেশনে দর্শকের মন ভরিয়ে তুলে। বাউল উৎসব কে কেন্দ্র করে এখানে ৬ দিনব্যাপী চলছিল এক বিরাট জমজমাট মেলা, এই মেলায় বিভিন্ন ধরনের হরেক রকমারি থেকে শুরু করে আসবাবপত্র এবং শিশুদের জন্য নাগরদোলা বিভিন্ন ধরনের মনোরঞ্জন দায়ক জিনিসের ব্যবস্থা ছিল। এই বাউল কমিটির কোষাধ্যক্ষ ওই এলাকার কাউন্সিলর শঙ্কর ভট্টাচার্য জানান যে সকলের সহযোগিতায় তারা এই বাউল উৎসব করতে সমর্থ হয়েছে এবং তার দাবি যে উত্তরবঙ্গের মধ্যে তাদের মতন বাউল উৎসব আর কোথাও হয় না অর্থাৎ বর্তমানে উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এই বাউল উৎসব।