মালদা

মানবিকতার নজির মালদা থানার পুলিশের

হক জাফর ইমাম, মালদা: জেলার মানুষের প্রতি মানবিকতার নজির গড়লো মালদা থানার পুলিশ । স্বামীর মারে আহত এক গৃহবধূকে মালদহ মেডিক্যাল ভর্তি করে স্বামীর হাতে কিছু হাত খরচের অর্থ তুলে দেয় পুলিশ। নিজের স্ত্রীকে মেরে হাসপাতাল নিয়ে যাওয়ার সামর্থ্য না থাকায় মালদা থানার পুলিশ ওই দম্পত্তির সাহায্যে এগিয়ে আসে। স্বামীর হাতে কিছু হাত খরচ তুলে দিয়ে ওই গৃহবধূকে হাসপাতলে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। প্রসঙ্গত বৃহস্পতিবার রাতে পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের মালকুরা গ্রামেই নেমন্তন্ন বাড়ি থেকে দেরি করে বাড়ি ফেরাই মিনতি টুডু নামে ওই গৃহবধূকে মারধর করে তার স্বামী শিবু টুডু । ওই মহিলা মদ্যপ অবস্থায় থাকায় অল্প মারেই সংজ্ঞাহীন হয়ে পড়ে যায় । ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায় । স্ত্রীকে মারার পর নিজের ভুল বুঝতে পেরে ওই ব্যক্তি হাসপাতাল নিয়ে আসার জন্য উদ্যোগী হয় । কিন্তু তার কাছে অর্থ না থাকায় কোনো গাড়ি ভাড়া করতে পারেননি । পরে পুলিশ এসে ওই গৃহবধূকে গাড়িতে তুলে হাসপাতালে পৌঁছে দেয় ।ওই ব্যক্তির কাছে টাকা পয়সা না থাকায় পুলিশ তাদের অর্থ সাহায্য করে । স্ত্রীকে মেরে অনুতপ্ত স্বামী শিবু টুডু বলেন, স্ত্রীকে মেরে ভুল করেছি ।তবে পুলিশ না থাকলে তাকে হাসপাতালে আনতে পারতাম না। এজন্য পুলিশকে কৃতজ্ঞতা জানাচ্ছি । খাওয়ার পয়সা টুকু পুলিশ সাহায্য করেছে । এর আগে যাত্রা গ্রাম পঞ্চায়েতের ১ আদিবাসী গরিব পরিবারকে চিকিৎসার জন্য মালদহ হাসপাতালে নিয়ে এসেছিল পুলিশ। ফের আরেকবার গরিব পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিয়েছে। এ নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশকর্তারা জানান, নাগরিকদের সুবিধা ও অসুবিধা সব সময় পুলিশ পাশে থাকে।