মালদা

পানীয় জলের দাবিতে বিক্ষোভ ও পথ অবরোধ আদিবাসীদের

হক জাফর ইমাম, মালদাঃ গ্রামে পানীয় জলের দাবিতে মালদা গাজল ব্লকের কুড়ি মাইল চেকপোস্ট এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ কোরে বিক্ষোভ দেখান গ্রামের আদিবাসীরা। শুক্রবার সকাল ৯:৩০ নাগাদ মালদা গাজল ব্লকের কুড়ি মাইল চেকপোস্টে এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেন গ্রামের আদিবাসীরা। এই দিনের বিক্ষোভ পথ অবরোধ প্রায় কুড়ি মিনিট চলে তাতে ৩৪ নম্বর জাতীয় সড়কে যানজটে পরিণত হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মালদা গাজোল ব্লকের বিডিও, বিডিওর হস্তক্ষেপে এই দিনের বিক্ষোভ ও পথ অবরোধ কর্মসূচি তুলে নেন গ্রামের আদিবাসীরা। গ্রামের বাসিন্দা সোরেন মার্ডি বলেন, দীর্ঘদিন ধরে গ্রামে পানীয় জলের সমস্যা৷ ভোটের আগে সবাই বলে যায়, ভোটের পর সব সমস্যা মিটে যাবে৷ কিন্তু সমস্যা আজও মেটেনি। তাই আমরা বাধ্য হয়ে বিক্ষোভ ও অবরোধ এর পথ বেছে নিয়েছি।একই কথা গ্রামের বাসিন্দা বাচ্চু হেমরেন তিনিও বলেন, প্রায় ২৫ বছর ধরে গ্রামের অবস্থা একই আছে৷ পানীয় জল আনতে ২ কিমি দূরে যেতে হয়৷ আর কষ্ট সহ্য করতে পারা যাচ্ছে না৷ বাধ্য হয়ে আমরা এই পথে যেতে বাধ্য হয়েছি।