মালদা

অপেক্ষা করুন আরও আসছে তালিকাঃ দিলীপ ঘোষ

হক জাফর ইমাম, মালদাঃ শনিবার মালদায় এসে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সংবাদমাধ্যমকে জানালেন, অপেক্ষা করুন আরও আসছে তালিকা। দুই জেলার এসপি বদলি এবং দুই কমিশনার বদলি প্রসঙ্গে জেলায় জেলায় বিক্ষোভ হচ্ছে। ভোটকেন্দ্রে যেতে চাইছেন না ভোটকমীরা। এটাই স্বাভাবিক। কারণ অতীতে ভোট তারা দেখেছেন। আমরা বলছি প্রতিটা ভোট কেন্দ্রে কেন্দ্র বাহিনী মোতায়েন করতে হবে। শনিবার সকালে কলকাতা থেকে এসে এবং ট্রেন থেকে নেমে সকালে দলীয় প্রার্থীকে নিয়ে ভোট প্রচার করেন দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন জেলা সভাপতি সঞ্জিত মিশ্র ও অন্যান্য নেতাকর্মীরা। এদিন দিলীপ ঘোষ দক্ষিন মালদা লোকসভার প্রার্থী শ্রীরুপা মিত্র চৌধুরীকে সঙ্গে নিয়ে ইংরেজবাজার শহরের গৌড়রোড থেকে এন এস রোড নেতাজী মুতি পর্যন্ত পদযাত্রা করেন।  সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত হেঁটেই প্রচার করেন। ফোয়ারা মোড়ে শ্যামাপ্রসাদ মূর্তি এবং  নেতাজী মোড়ে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন।  সাংবাদিকদের দিলীপ ঘোষ বলেন,  এই নির্বাচনেও গুন্ডা-বদমাশ ভয় দেখাচ্ছেন বিজেপি প্রার্থী, কর্মীদের। আমি দলীয় কর্মী এবং আমাদের দলের প্রার্থীদেরকে বলেছি গুন্ডা বদমাইশদের ভয় করবেন না। কাউকে ভয় পাওয়ার দরকার নেই। যারা ভয় দেখাচ্ছে তাদের তালিকা করে রাখুন। পরে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশকেও ভয় পাওয়ার দরকার নেই। পরে ওদেরকে বদলি করা হবে। যে পুলিশকর্মী অফিসাররা ভয় দেখাচ্ছেন ওদের আমরা চিহ্নিত করে রাখছি।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন,  বাংলায় পরিবর্তন চাইছে মানুষ। বদমাইশ পুলিশের চোখ রাঙানি আর তারা শুনবে না। কেন্দ্রের একাধিক প্রকল্প এ রাজ্যে চালু করতে দিচ্ছে না শাসক দল। তাই কেন্দ্রে বিজেপি সরকার রাজ্য বিজেপি সরকার চাইছে মানুষ। শহরে প্রচার শেষ করে দিলীপ ঘোষ চলে যান হরিশ্চন্দ্রপুরে। সেখানে উত্তর মালদা বিজেপি প্রার্থী খগেন মুখে নিয়ে প্রচার করেন তিনি। গত ২৭ মার্চ রাতে এই হরিশ্চন্দ্রপুর থানা খিদিরপুর গ্ৰামে দুস্কৃতীদেরগুলিতে মারা যান বিজেপি দলের পঞ্চায়েত সদস্যের ভাই পাতালু মন্ডল (২৮)। তার বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়ে আসেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সেখানে পথসভা করে দিলীপবাবু বলেন, আমরা এখন ঠিকমতো প্রচার শুরু করি নি। ছোট ছোট সভা গ্রাম্য বৈঠক করছি। তাতেই ঘুম কেড়েছে শাসক দল তৃণমূলের। দিলীপ ঘোষ বলেন,  রাজ্যের সব বুুথ স্পর্শ কাতর। আমরা লেগে আছি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর জন্য। রাজ্যের দুই পুলিশ কমিশনার দুই জেলার এসপি বদল প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,  অপেক্ষা করুন আরো তালিকা আসছে। তবে  সেই তালিকা সম্বন্ধে কোন মুখ খুলতে চাননি বিজেপি রাজ্য সভাপতি। তিনি বলেন,  আমরা অনেেকের নাম নির্বাচন কমিশনের কাছে জানিয়েছি।