হক জাফর ইমাম, মালদা: সরকারি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে হেলমেট বিহীন বাইকে নির্বাচনী প্রচার করলেন বিজেপি প্রার্থী। সেফ ড্রাইভ সেভ লাইফ এর প্রচার তুঙ্গে রাজ্য তথা দেশজুড়ে ।হেলমেট বিহীন বাইক চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। হেলমেট বিহীন বাইক চালনায় সরকারি নিষেধাজ্ঞা। সারা দেশজুড়ে হেলমেট বিহীন বাইক চালকদের ব্যাপক ধরপাকড় ।সেভ ড্রাইভ সেভ লাইফ এর বিজ্ঞাপন সারা রাজ্য জুড়ে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হেলমেট পড়ে বাইক চালাতে বারবার আবেদন করেছেন চালকদের । বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশাসনিক কর্তা সহ বিভিন্ন তারকারা বারবার সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন হেলমেট পড়ে বাইক চালাতে। আর তাদের আবেদনে সাড়া দিয়েছেন সাধারণ বাইক চালক রাও। শহর থেকে গ্রাম এখন সব জায়গায় দেখা যায় বাইক চালকদের হেলমেট সহ বাইক চালাতে। তবে সরকারি নিয়মকে তোয়াক্কা না করেই প্রচার চালালেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী ।মানিকচকে প্রথম দিন প্রচারে এসে সরকারি নিয়মকে অবজ্ঞা করে হেলমেট ছাড়া বাইকে প্রচার চালান বিজেপি প্রার্থী। ভোট ঘোষণার পর আজকেই প্রথম মানিকচকের মথুরাপুরে ভোটের প্রচারে সকাল সকাল আসেন তিনি। মথরাপুর ইউ বি আই ব্যাঙ্ক থেকে শুরু করে মথুরাপুর বাজার, চৌরঙ্গী এলাকায় ব্যাপক ভোট প্রচার চালান তিনি। তবে ভোট প্রচারে চমক দিতে ব্যস্ত সব রাজনৈতিক দলের প্রার্থীরা। কখনো আদিবাসী নারীদের সাথে নাচের তালে তালে, কখনো বা গরুর গাড়িতে চড়ে , কখনো ট্রাক্টরের চড়ে চমক দিতে ভোট প্রচার চালাচ্ছেন তৃণমূল ,বিজেপি ,কংগ্রেস সব দলের প্রার্থীরাই ।বিশেষত আজ ভূতনি প্রচারে মথরাপুর এসে উপস্থিত হন বিজেপি প্রার্থী। প্রথম পর্যায়ে ভোট প্রচারে পায়ে হেঁটেই সাধারণ ভোটারদের সাথে দেখা করেন তিনি ।পরবর্তীতে গাড়ির সামনের সিটের হাতল ধরে অভিনব পদ্ধতিতে ভোট প্রচার করেন তিনি ।।তারপরই মথরাপুর গোয়াল পাড়ার কাছে ভুতনি ব্রিজের কাজ করতে থাকা শ্রমিকদের সাথে দেখা করতে গাড়ি থেকে নেমে পড়েন তিনি ।সেখানে শ্রমিকদের সাথে কাজে হাতও লাগান তিনি। তারপর গাড়িতে না চড়ে সটান তার সাথে থাকা এক বিজেপি কর্মীর বাইকে উঠে পড়েন তিনি ।তারপর চলে বাইকে চড়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নাড়িয়ে ভোট প্রচার। কিন্তু বিজেপি কর্মী সেই বাইক চালক ও বিজেপি প্রার্থী শিরোপা মিত্র চৌধুরী কেউই হেলমেট পরেছিলেন না ।আর এই বিষয়ে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূল নেতৃত্বের দাবি সরকারি নিয়মকে তোয়াক্কা করেননি বিজেপি প্রার্থী। হেলমেট বিহীন বাইকে চড়ে ভোট প্রচার করে বিজেপি প্রার্থী সাধারণ মানুষের কাছে ভুল বার্তা দিয়েছেন যা সত্যিই দুর্ভাগ্যজনক।