জেলা

ফের পুলিসে রদবদল, অপসারিত কোচবিহারের এসপি অভিষেক গুপ্ত

বৃহস্পতিবার থেকে প্রথম দফায় ভোট হচ্ছে কোচবিহার এবং আলিপুরদুয়ারে। তার আগেই ফের অপসারণ করা হল জেলা পুলিস সুপারকে। মঙ্গলবার অপসারিত হলেন কোচবিহারের পুলিস সুপার অভিষেক গুপ্ত। নতুন এসপি হচ্ছেন অমিত কুমার সিং। আজ বিকেল পাঁচটার মধ্যে কোচবিহারের পুলিস সুপারের দায়িত্ব নিতে অমিত কুমারকে নির্দেশ দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের নির্দেশ পৌঁছয় মুখ্যসচিবের কাছে অভিষেক গুপ্তকে অপসারণের কথা উল্লেখ করে। এর আগে আইবি–র স্পেশাল সুপারিনটেনড্যান্ট পদে ছিলেন ২০০৯ ব্যাচের এই আইপিএস। কমিশনের কড়া নির্দেশ, ভোট সংক্রান্ত কোনও কাজে যুক্ত থাকতে পারবেন না ২০১১ ব্যাচের আইপিএস অফিসার অভিষেক গুপ্ত। গত রবিবার কোচবিহারে নরেন্দ্র মোদির সভায় সরাসরি এসপি–র নাম করে তাঁকে ‘‌দেখে নেওয়া’‌ এবং ‘‌সরিয়ে দেওয়ার’‌ হুমকি দিয়েছিলেন বিজেপি নেতা মুকুল রায়। মুকুল রায় এসপিকে হুমকি দেন, ‘এই সভা করা নিয়ে তুমি যা করলে। আমি আরও ১০ বছর রাজনীতিতে থাকব। তুমি কত বড় এসপি আমি তা দেখে নেব।’‌ এরপরই মঙ্গলবার কোচবিহারের এসপি বদলের নির্দেশ আসায় এতে রাজনীতির খেলাই দেখতে পাচ্ছেন রাজনৈতিক মহল।