বৃহস্পতিবার থেকে প্রথম দফায় ভোট হচ্ছে কোচবিহার এবং আলিপুরদুয়ারে। তার আগেই ফের অপসারণ করা হল জেলা পুলিস সুপারকে। মঙ্গলবার অপসারিত হলেন কোচবিহারের পুলিস সুপার অভিষেক গুপ্ত। নতুন এসপি হচ্ছেন অমিত কুমার সিং। আজ বিকেল পাঁচটার মধ্যে কোচবিহারের পুলিস সুপারের দায়িত্ব নিতে অমিত কুমারকে নির্দেশ দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের নির্দেশ পৌঁছয় মুখ্যসচিবের কাছে অভিষেক গুপ্তকে অপসারণের কথা উল্লেখ করে। এর আগে আইবি–র স্পেশাল সুপারিনটেনড্যান্ট পদে ছিলেন ২০০৯ ব্যাচের এই আইপিএস। কমিশনের কড়া নির্দেশ, ভোট সংক্রান্ত কোনও কাজে যুক্ত থাকতে পারবেন না ২০১১ ব্যাচের আইপিএস অফিসার অভিষেক গুপ্ত। গত রবিবার কোচবিহারে নরেন্দ্র মোদির সভায় সরাসরি এসপি–র নাম করে তাঁকে ‘দেখে নেওয়া’ এবং ‘সরিয়ে দেওয়ার’ হুমকি দিয়েছিলেন বিজেপি নেতা মুকুল রায়। মুকুল রায় এসপিকে হুমকি দেন, ‘এই সভা করা নিয়ে তুমি যা করলে। আমি আরও ১০ বছর রাজনীতিতে থাকব। তুমি কত বড় এসপি আমি তা দেখে নেব।’ এরপরই মঙ্গলবার কোচবিহারের এসপি বদলের নির্দেশ আসায় এতে রাজনীতির খেলাই দেখতে পাচ্ছেন রাজনৈতিক মহল।
Related Articles
আসানসোল কোর্টে তোলা হল অনুব্রত মন্ডলকে
আসানসোলে সিবিআই বিশেষ আদালতে তোলা হল অনুব্রত মণ্ডলকে৷ আদালতে তোলার সময় বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতাকে দেখে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি ও সিপিএম সমর্থকরা৷ অনুব্রতর দিকে নকুলদানা ও বাতাসা ছুড়তে থাকেন তাঁরা ৷ গাড়ি থেকে নামিয়ে তৃণমূল নেতাকে আদালতে ঢোকানের সময় তাঁকে জুতো দেখিয়ে গরু চোর স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা ৷ বীরভূম থেকে ইসিএল-এর কুলটির শীতলপুর […]
‘স্বামীকে খুন করেছে দলেরই নেতা’, দাবি নিহত বিজেপি কর্মীর স্ত্রী জয়শ্রী ডোমের
বিজেপির কর্মীর মৃত্যুকে ঘিরে বিপাকে গেরুয়া শিবির। স্বামীর মৃত্যুর পেছনে দলের নেতার ভূমিকা রয়েছে বলে চাঞ্চল্যকর দাবি করে বসলেন দুবরাজপুরে নিহত বিজেপি কর্মীর স্ত্রী। তাঁর অভিযোগের তির স্থানীয় বিজেপির বুথ সভাপতি দুলাল ডোমের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে বীরভূমের দুবরাজপুরের লোবা গ্রাম পঞ্চায়েতের ফকিরবেরা গ্রামে পাতিহার ডোম নামে এক বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার হয়। বিজেপির অভিযোগ, তৃণমূলই […]
বিক্ষোভকারীদের নেতৃত্ব দিচ্ছেন অভিনেতা বাদশা মৈত্র! ছবি ঘিরে বিতর্ক
নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদের ভাষা বদলানোর আবেদন জানিয়েছেন বাংলার বুদ্ধিজীবীরা। অপর্ণা সেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বুদ্ধদেব দাশগুপ্ত-সহ একাধিক ব্যক্তিত্ব শান্তির বার্তা দিয়েছেন। এসবের মাঝেই অভিনেতা তথা বিদ্বজ্জন বাদশা মৈত্রর ছবি নিয়ে এক ফেসবুক পোস্টে সরগরম হয়েছে সোশ্যাল মিডিয়া। ঘটনাস্থল সারগাছি স্টেশন। শনিবার সেখানেই বিরোধিতায় একপ্রকার অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এদিন সেই বিক্ষোভ প্রদর্শনকারী এলাকাতেই বাদশা মৈত্রকে […]