লোকসভা নির্বাচনের আগে ভুয়ো অ্যাকাউন্ট এবং স্প্যাম রুখতে বড় পদক্ষেপ নিল ফেসবুক। সংগঠনের সাইবার সিকিওরিটি পলিসি বিভাগের প্রধান নাথানিয়েল গ্লেশার সোমবার সাংবাদিক সম্মেলনে জানালেন, তাঁরা ৬৮৭টি পেজ এবং অ্যাকাউন্ট সরিয়ে দিয়েছেন ফেসবুক প্ল্যাটফর্ম থেকে। কো–অর্ডিনেটেড ইনঅথেনটিক বিহেভিয়ার বা সঙ্ঘবদ্ধ হয়ে ভিত্তিহীন আচরণে জড়িত থাকার অভিযোগে আগেই স্বয়ংক্রিয় ব্যবস্থা বা অটোমেটেড সিস্টেমের মাধ্যমে ওই অ্যাকাউন্ট এবং পেজগুলিকে চিহ্নিত করা হয়েছিল। ওই অ্যাকাউন্ট এবং পেজগুলির সিংহভাগই ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের তথ্যপ্রযুক্তি শাখার সঙ্গে জড়িত মানুষদের ব্যক্তিগত অ্যাকাউন্ট এবং পেজ।