মালদা

একসাথে নয়, পৃথকভাবে উত্তর ও দক্ষিণ মালদার লোকসভার বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা

হক জাফর ইমাম, মালদা: একসাথে নয়, পৃথকভাবে শহরে মিছিল করে উত্তর ও দক্ষিণ মালদার লোকসভার বিজেপি প্রার্থী খগেন মুর্মু  এবং শ্রীরূপা মিত্র চৌধুরী লোকসভা কেন্দ্রে মনোনয়ন জমা দেওয়ার জন্য এলেন মালদা জেলা প্রশাসনিক ভবনে। বিজেপির প্রার্থী নিয়ে দলের মধ্যে যে অসন্তোষ,  সোমবার মনোনয়ন জমা দেওয়ার দিন আরও প্রকাশ্যে চলে এল। এই দিন মালদা জেলা প্রশাসনিক ভবনে  দুটি লোকসভা কেন্দ্রে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করা হয়।  এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ মিছিল করে প্রথমে মনোনয়ন জমা দিতে আসেন উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু। তার ঠিক আধঘন্টা পরে দলীয় কর্মীদের নিয়ে রেলি করে মনোনয়ন জমা দিতে প্রশাসনিক ভবনে আসেন দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা  মিত্র চৌধুরী । খগেন মুর্মুর মনোনয়ন সঠিকভাবে জমা হলেও।  শ্রীরূপা মিত্র চৌধুরী অসম্পূর্ণ মনোনয়নপত্র জমা দেন।দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী মনোনয়ন জমা দিতে গিয়ে চার ঘণ্টা সময় লেগে যায় । যে সব তথ্য তিনি জমা দেন নি তার মধ্যে রয়েছে – ১) প্রার্থীর নিজস্ব হলফনামা ২) তিনি কোথাকার ভোটার সেই মর্মে ইআরও সার্টিফিকেট ৩)  ব্যাংক সংক্রান্ত কোন তথ্য।  এআরও তথা সদর মহকুমা শাসক পার্থ চক্রবর্তী বিজেপি প্রার্থীকে জানিয়ে দেন এইসব তথ্য মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ । স্কুটনির আগেই জমা দিতে হবে । তা না হলে মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।  মালদায়  ৪ এপ্রিল মনোনয়নপত্রের শেষ দিন এবং স্কুটনি হবে ৫ এপ্রিল । বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী

জানিয়েছেন,  যে সব তথ্য দেওয়ার কথা ছিল এদিন সেটি সংগ্রহ করতে পারেন নি।  ৫ এপ্রিল স্কুটনির আগে জমা দিয়ে দিবেন তিনি । এদিন দুপুর সাড়ে বারোটায় মনোনয়ন জমা দিতে আসেন এবং মনোনয়ন জমা দিয়ে প্রক্রিয়া শেষ হতেই বিকাল পাঁচটা বেজে যায়। এদিকে দিন উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু মনোনয়ন জমা দেন।  কিন্তু দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে মনোনয়ন জমা দিতে এসে হোঁচট খেতে হয় । মনোনয়ন জমা দেওয়ার সমস্ত নথি সঙ্গে না থাকায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় শ্রীরূপা মিত্র চৌধুরীকে।উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু বলেন,  নির্বাচন কমিশনের নিয়ম মেনে এদিন মনোনয়ন জমা দিয়েছি।  উত্তর মালদায় বিজেপির সাফল্য আসবে বলেই আশা প্রকাশ করছেন খগেনবাবু ।একই সুর দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর।  তিনি বলেন,  কিছু মনোনয়নের ফরম ফিলাপ হয় নি।  সেগুলো স্কুটির আগেই সম্পন্ন করে ফেলব।  তবে এবার উত্তর মালদায় আমাদের সাফল্য আসবে। তবে এদিনের বিজেপির পৃথক ভাবে রেলি করে মনোনয়ন জমা দিতে আসার ব্যাপারে দুই প্রার্থী কোনো মন্তব্য করেন নি। যদিও বিজেপির দুই প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার দিন পৃথক রেলি নিয়ে দলের জেলা সভাপতি সঞ্জিত মিশ্র জানিয়েছেন , প্রথম থেকেই দলের এটাই সিদ্ধান্ত ছিলো।  বিরোধীরা এটা নিয়ে বেশি অপপ্রচার করছে । তবে বিরোধীরা যতই বিরোধিতা করুক,  দুই লোকসভা কেন্দ্রে বিজেপির জয় নিশ্চিত।