দেশ

আইএএস পূজা সিংঘলকে গ্রেফতার করল ইডি

ঝাড়খণ্ডের মাইনিং সেক্রেটারি পূজা সিংঘলকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টর ৷ মহাত্মা গান্ধি জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের টাকা তছরুপ মামলার তদন্তে নেমে ইডি আইএএস পূজা সিংঘলকে গত দু’দিন টানা জেরা চালায় ৷ তারপরই বুধবার তাঁকে গ্রেফতার করেছে ইডি ৷ এই মামলায় কলকাতার চারটি জায়গাতেও এদিন তল্লাশি চালিয়েছে ইডি ৷ জানা যাচ্ছে, ২০০০ সালের ব্যাচের এই আইএএস অফিসারের বিরুদ্ধে অর্থ তছরুপ আইনের বেশ কয়েকটি ধারায় মামলা রুজু হয়েছে ৷ এদিন সকালে দশটা চল্লিশ মিনিট নাগাদ রাঁচির হিনুতে ইডির দফতরে দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দেন পূজা ৷ দ্বিতীয় দিনেও টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ চালানোর সময় তাঁর জবাবে অসংলগ্নতা লক্ষ্য করেন তদন্তকারী অফিসাররা ৷ তারপরই তাঁকে গ্রেফতার করা হয় ৷ তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে পেশ করবেন তদন্তকারীরা ৷ এদিন কলকাতায় ব্যবসায়ী অভিজিৎ সেনের বাড়ি-সহ চারটি জায়গায় তল্লাশি চালায় ইডি ৷ যোধপুর পার্কের তিনটি জায়গা এবং যাদবপুরের সাউথ সিটি হাউসিংয়ের একটি ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়েছে ৷ তদন্তকারীদের তরফে অভিযোগ,

অভিজিৎ সেন নামে এই ব্যবসায়ী অভিজিতা কনস্ট্রাক্টশন নামে একটি সংস্থা চালাচ্ছিলেন, যা অবৈধভাবে ব্যবসা চালাচ্ছিল ৷ কলকাতার যোধপুর পার্কে তাঁর অফিস ৷ ঝাড়খণ্ডের রাঁচিতেও এই বেআইনি ব্যবসার ডাল বিস্তার করেছিলেন ব্যবসায়ী ৷ অর্থ তছরুপের যে মামলায় আইএএস অফিসার পূজা সিংঘলকে গ্রেফতার করা হয়েছে তার সঙ্গে যোগ রয়েছে এই অভিজিতা কনস্ট্রাক্টশনের ৷ ইডির তদন্তকারীরা জানান, ঝাড়খণ্ডের অর্থ তছরুপের মামলার তদন্ত করতে গিয়ে কিছুদিন আগেই অভিজিতা কনস্ট্রাক্টশন এবং তার মালিক অভিজিৎ সেনের নাম উঠে আসে ৷ দেখা যায় কয়েকশো কোটি টাকা তছরুপ হওয়া এই মামলায় জড়িয়ে আছেন কলকাতার এই ব্যবসায়ী ৷ তারপরই এদিন কলকাতায় তাঁর ব্যবসা জায়গা এবং বাড়িতে তল্লাশি চালানো হল ৷ গত ৬ মে পূজা সিংঘল, তাঁর স্বামী ব্যবসায়ী অভিষেক ঝা এবং আরও কয়েকজনের বিরুদ্ধে ঝাড়খণ্ডের বেশ কয়েকটি জায়াগায় তল্লাশি চালায় ইডি ৷ উদ্ধার হয় প্রায় ১৯ কোটি টাকা ৷ এই মামলায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সুমন কুমারকে ইডি গ্রেফতার করেছে তারপরের দিনই অর্থাৎ ৭মে ৷