কর্নাটকের প্রদেশ সভাপতি ডি কে শিবকুমারের বিরুদ্ধে চার্জশিট দায়ের করল এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট বা ইডি। ২০১৮ সালের একটি আর্থিক তছরুপের মামলায় শিবকুমারের বিরুদ্ধে চার্জশিট দায়ের করা হয়েছে। কর্নাটকের প্রাক্তন মন্ত্রী এবং কংগ্রেস নেতা এই একই মামলায় আপাতত জামিনে মুক্ত আছেন। এর আগে ২০১৯ সালে ইডি শিবকুমারকে গ্রেফতার করে। আর্থিক তছরুপের এই একই মামলায় দিল্লির কর্নাটক ভবনের কর্মী হুমানথাইয়া এবং আরও কয়েক জন ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছেন। করফাঁকি এবং হাওয়ালা লেনদেন মামলায় আয়কর বিভাগ প্রথমে শিবকুমার এবং অভিযুক্ত আরও বেশ কয়েক জনের বিরুদ্ধে বেঙ্গালুরুর আদালতে চার্জশিট জমা দেয়। সেই চার্জশিটের ভিত্তিতেই এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট নতুন করে মামলা দায়ের করে। শিবকুমারের দাবি তিনি রাজনীতির শিকার হয়েছেন। এর আগেও এই কংগ্রেস নেতা তিনি নিরাপরাধ বলে দাবি করেন।