কলকাতা

কলকাতায় ইডি প্রধান, আজ আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক

এবার রাজ্যে এলেন ইডির ডিরেক্টর রাহুল নবীন। মঙ্গলবারই রাজ্যে এসেছেন তিনি। আর দফতরের অফিসারদের সঙ্গে জরুরি বৈঠকে বসার কথা রয়েছে রাহুল নবীনের। ইডি সূত্রে খবর, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ ডিরেক্টর রাহুল নবীন একাধিক বিষয়ে কলকাতার আধিকারিকদের সঙ্গে মিটিং করবেন । ডিরেক্টর ছাড়াও সিজিও কমপ্লেক্সে ইডি অফিসের বৈঠকে উপস্থিত থাকবেন স্পেশাল ডিরেক্টর সুভাষ আগরওয়াল, অ্যাডিশনাল ডাইরেক্টর বিনোদ শর্মা এবং থাকবেন রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্তকারী আধিকারিকরা ৷ স্বাভাবিকভাবেই মঙ্গলবারের এই বৈঠক খুব গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল ৷5 জানুয়ারি শুক্রবার সন্দেশখালি ১ নং ব্লকের তৃণমূল সভাপতি শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতি মামলার তদন্তে গিয়েছিল ইডি ৷ কিন্তু সেখানে পৌঁছতেই শাহজাহানের নেতৃত্বে শতাধিক গ্রামবাসী তদন্তকারী আধিকারিকদের উপর হামলা চালায় বলে অভিযোগ ৷ মাথা ফাটিয়ে দেওয়া হয় কয়েকজন ইডি আধিকারিকদের ৷ ইডি ও কেন্দ্রীয় বাহিনীর গাড়ি ভাঙচুর করা হয় ৷ সঙ্গে কেন্দ্রীয় বাহিনী থাকলেও শতাধিক মানুষের হামলার হাত থেকে বাঁচতে এলাকা ছাড়তে বাধ্য হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ তারপর থেকে এখনও অভিযুক্ত বিধায়কের বিরুদ্ধে সেভাবে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷এই ঘটনার বিষয়ে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি পরবর্তী তদন্ত কীভাবে হবে সেই বিষয়েই আজকের বৈঠকে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর ৷ সন্দেশখালি ও বনগাঁকাণ্ডের মাঝেই রাহুল নবীনের এই রাজ্যে আসা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহালমহল।