দেশ

Arvind Kejriwal : আগাম জামিন পেয়েও স্বস্তি নেই, ফের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে করল তলব ইডি

দিল্লির আবগারি দুর্নীতি মামলার তদন্তে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নবমবার তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রবিবার তাঁকে সমন পাঠিয়ে নির্দেশ দেওয়া হয়েছে, ২১ মার্চ আপ সুপ্রিমোকে হাজিরা দিতে হবে। আবগারি দুর্নীতি মামলার সঙ্গে সংযুক্ত আর্থিক তছরুপ মামলার তদন্তে তাঁকে তলব করা হয়েছে। উল্লেখ্য, আবগারি মামলায় ইডির তলব বারবার এড়ানোয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে হাজিরার নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশে শনিবার সশরীরে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজির হন তিনি। গতকাল এই মামলায় গ্রেপ্তার করার বিরুদ্ধে অন্তর্বর্তী জামিন পান কেজরিওয়াল। ১৫ হাজার টাকার সিকিউরিটি বন্ডে ও ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তিনি। আদালতের তরফে বলা হয়, “এই অপরাধ জামিনযোগ্য। অভিযুক্ত অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দেওয়া হচ্ছে।”এর আগে আটবার ইডির তলব এড়িয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। এই তলব “বেআইনি” এবং “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলেও অভিযোগ করেছেন তিনি। অষ্টমবারের তলব এড়ানোর পর কেজরিওয়াল জানিয়েছিলেন, ১২ মার্চের পর ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইডির আধিকারিকদের মুখোমুখি হতে তিনি রাজি। তবে সশরীরে হাজিরা দেবেন না। সামনেই লোকসভা নির্বাচন। নির্ঘণ্ট ঘোষণার পর প্রচারেও ব্যস্ত থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দকেজরিওয়াল। এই আবহে আবারও ইডির তলব এড়াতে পারেন তিনি।