কলকাতা

সল্টলেকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের বাড়িতে ইডির হানা

সল্টলেকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের দু’টি ফ্ল্যাটে ইডির হানা। ‘মনরেগা’ একশো দিনের কাজের প্রকল্প দুর্নীতিতে এ বার কোমর বেঁধে নামলো ইডি। শিক্ষক নিয়োগ, রেশন দুর্নীতি, পুরসভা দুর্নীতি মামলার পর এ বার একশো দিনের কাজে দুর্নীতি মামলায় তৎপর ইডি। ব্লক ডেভেলপমেন্ট অফিসার সঞ্চয়ন পানের  ফ্ল্যাটে এফ এইট-এর বাড়িতে ইডি টিম অভিযান চালায়। ইডি ও কেন্দ্রীয় বাহিনীর টিম তল্লাশি করে।  দুর্নীতিতে ১০০ দিনের কাজে টাকা ফেক অ্যাকাউন্ট যাওয়ার পেছনে সরকারি অধিকারীকরা যুক্ত দাবী ইডির। এ দিন যদিও ফ্ল্যাটে ছিলেন না সঞ্চয়ন পান। ইডির আধিকারিকরা দীর্ঘ কয়েক ঘণ্টা তল্লাশি অভিযান করেন। প্রিন্টার ও বেশ কিছু নথি নিয়ে ঢোকে ইডি ফ্ল্যাটে। ব্যাঙ্কিং নথি ক’টা অ্যাকাউন্ট, লেনদেন খতিয়ে দেখছে ইডি।  মুর্শিদাবাদ, চুঁচুড়া, ঝাড়গ্রাম, সল্টলেকে দু’টি ফ্ল্যাট সহ ছ’টি জায়গায় মনরেগা স্ক্যাম একশো দিনের কাজে দুর্নীতি নিয়ে তল্লাশি করে ইডি মঙ্গলবার। সন্দেশখালি থেকে শিক্ষা নিয়ে  এ বার ইডির তল্লাশির সময় আরও সতর্ক কেন্দ্রীয় বাহিনী।  সল্টলেকে এই ব্লকের ফ্ল্যাট দু’টিতে তল্লাশি চলাকালীন ঢাল, হাতে আর্মস, লাঠি নিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন।