কলকাতা

ED Raid: ফের সাতসকালে ইডির অভিযান, মন্ত্রী সুজিত বোস ও তাপস রায়ের বাড়িতে হানা

জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ শুক্রবার ভোরের আলো ফোটা আগেই কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সিজিও কমপ্লেক্স থেকে বেরোয় ইডি-র টিম। একাধিক গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছেন কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীরা। পুর দুর্নীতির তদন্তে একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছে ইডি। সকালেই ৬টা নাগাদ তারা পৌঁছে গিয়েছে মন্ত্রী তথা হেভিওয়েট নেতা সুজিত বসুর বাড়ির দরজায়। বেশ কিছুক্ষণ বাইরে অপেক্ষা করার পর দরজা খুলে দেওয়া হয় তাদের। এদিন দেখা যায় বাড়ির বাইরে এলাকার মানুষজন জড় হতে থাকেন। পরে কেন্দ্রীয় বাহিনী গিয়ে তাঁদের সরিয়ে দেয়। অন্যদিকে আর একটি টিম পৌঁছে সকাল সাড়ে ৬ টা ৪০ মিনিট নাগাদ পৌঁছে যায় তাপস রায়ের

বউবাজারের বাড়িতে । বর্তমানে বরানগরের বিধায়ক তাপস রায়। শুধু তাই নয়, তিনি শাসক দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা তিনি। তবে এর আগে কখনও কোনও দুর্নীতি মামলায় নাম জড়ায়নি তাঁর। কখনও তল্লাশি বা জিজ্ঞাসাবাদও চালানো হয়নি কোনও কেন্দ্রীয় সংস্থার তরফে। আচমকা কেন তাপস রায়ের বাড়িতে এভাবে অভিযান চালানো হচ্ছে, তা স্পষ্ট নয় এখনও।  শুক্রবার সকালে সবথেকে আগে ইডি-র একটি টিম পৌঁছে যায় উত্তর দমদম পুরসভা এলাকা। ওই পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতে পৌঁছে যায় ইডির টিম। একে একে ভিতরে প্রবেশ করেন তাঁরা। পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেও কেন্দ্রীয় সংস্থার মুখোমুখি হতে হয়েছে উত্তর দমদম পুরসভা সুবোধ চক্রবর্তীকে। এবার তাঁর বাড়িতে হাজির ইডি।