কলকাতা

মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পরিচিতের বাড়ি থেকে উদ্ধার নগদ ২১ কোটি ২০ লক্ষ টাকা, বিপুল সম্পত্তির হদিশ 

ইডির তল্লাশিতে উদ্ধার ২১ কোটি। সূত্রে খবর, মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই নগদ ২১ কোটি ২০ লক্ষ টাকা। মন্ত্রীর ঘনিষ্ঠের হরিদেবপুরের ডায়মন্ড সিটির বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখানে থেকেই এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়েছে। অনেক সম্পত্তিরও হদিশ মিলেছে বলে খবর। ইডি জানিয়েছে, এসএসসি এবং প্রাইমারি বোর্ডে নিয়োগ সংক্রান্ত মামলায় শুক্রবার এই তল্লাশি চালানো হয়। তদন্তকারীদের দাবি, অর্পিতা মুখোপাধ্যায় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। তাঁর বাড়ি থেকেই ২১ কোটি ২০ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। ওই টাকার সঙ্গে দুর্নীতির যোগ রয়েছে বলে জানা গেছে ।

এছাড়াও এদিন মন্ত্রী ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২০টি মোবাইল ফোন, বিপুল পরিমাণে সোনা, বৈদেশিক মুদ্রাও উদ্ধার হয়েছে। এদিন ব্যাংকের কর্মীদের দিয়ে টাকা গোনানো হচ্ছে বলে সূত্রে খবর। একটি পোস্টারও খুঁজে পাওয়া গিয়েছে অর্পিতা মুখোপাধ্য়ায়কে। যেখানে নাকতলা উদয়ন সংঘের মুখ হিসেবে এই অর্পিতা মুখোপাধ্যায়ের ছবি দেখা গিয়েছে। জানা গিয়েছে, তিনি পেশায় আইনজীবী। একইসঙ্গে তিনি মডেলিংও করতেন বলেই প্রাথমিকভাবে সূত্রের দাবি। নাকতলা উদয়ন সংঘ, যে পুজো পার্থ চট্টোপাধ্যায়ের পুজো হিসাবেই পরিচিত, সেই পুজোর মডেল-মুখও এই অর্পিতা বলেই জানা গিয়েছে। একটি ব্যানারে তাঁর ছবিও রয়েছে।

যদিও এগুলো সবই প্রাথমিকভাবে তদন্তে উঠে এসেছে। সূত্রের খবর, তিনি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলেও ইডির হাতে তথ্য উঠে এসেছে।একাধিকবার অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে পার্থ চট্টোপাধ্য়ায় বিদেশ সফর করেন বলেও ইডি সূত্রে খবর। প্রশ্ন উঠছে, এই অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে পার্থ চট্টোপাধ্য়ায়ের আলাপ কীভাবে?  এক প্রোমোটারের মাধ্যমে পার্থ চট্টোপাধ্য়ায়ের সঙ্গে আলাপ অর্পিতা মুখোপাধ্যায়ের। ওই প্রোমোটার প্রাক্তন শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ। ইডির জিজ্ঞাসাবাদে অর্পিতা মুখোপাধ্য়ায় এমনটাই দাবি করেছেন বলে খবর। ইডি সূত্রে খবর, অর্পিতা জানান যে, ওই প্রোমোটারের মাধ্যমে ৭ বছর আগে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলাপ

হয় তাঁর। এরপর থেকে যাওয়া-আসা বাড়ে। সেই সুবাদে বাড়ে মন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতাও। মন্ত্রীর সঙ্গে তাঁর ‘সম্পর্ক পারিবারিক’ বলেও জেরায় দাবি করেছেন অর্পিতা। প্রতিবেশী সূত্রে খবর, বিলাসবহুল জীবনযাপন করতেন অর্পিতা দেবী। সপ্তাহে ৭ দিনের মধ্যে ৫ দিনই পার্থ চট্টোপাধ্যায় আসতেন ডায়মন্ড সিটির ফ্ল্যাটেই। ইডি হানা দেওয়ার আগেই গায়েব করা হয়েছে নামকরা দামি কোম্পানির ৭ থেকে ৮টি গাড়ি। পাশাপাশি, অর্পিতার পরিচারিকাও জানিয়েছেন যে, মাঝে মাঝেই তাঁর টালিগঞ্জ ও করুণাময়ীর ফ্ল্যাটে আসতেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়। ইডি সূত্রে আরও জানা গিয়েছে যে বীরভূমেও একাধিক সম্পত্তি রয়েছে ‘পার্থ ঘনিষ্ঠ’ অর্পিতার। বীরভূমের বোলপুর মৌজায় অর্পিতা মুখোপাধ্য়ায়ের বেশ কয়েকটি সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে। জানা গেছে, বেলঘরিয়ার দেওয়ানপাড়ায়

আদি বাড়ি অর্পিতা মুখোপাধ্যায়ের। সেই বাড়িতে এখনও থাকেন অর্পিতা মুখোপাধ্যায়ের মা।  প্রায় দুইশো বছরের পুরনো এই বাড়ির বর্তমান বাসিন্দা অর্পিতা মুখোপাধ্যায়ের মা একা। এই বাড়িতেই বড় হয়েছেন অর্পিতা মুখোপাধ্যায় নিজে। এলাকার বাসিন্দারা জানিয়েছেন অর্পিতার মাঝে মাঝে কখনও এই বাড়িতে আসত। তাঁরা আরও জানিয়েছেন এই এলাকায় এলেই নিত্য নতুন গাড়ি নিয়ে আসতেন অর্পিতা। এবং এই ঘটনায় রীতিমত হতবাক হয়ে যান এলাকার মানুষ। তাঁদের মনে প্রশ্ন জাগে যে কী এমন করেন অর্পিতা যার জন্য নিত্য নতুন গাড়ি নিয়ে আসেন তিনি।