কলকাতা

এস বসুরায় অ্যান্ড কোম্পানির ১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

প্রাথমিক টেটের ওএমআর শিট মূল্যায়নের দায়িত্বে থাকা সংস্থা এস বসুরায় অ্যান্ড কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। আর্থিক তছরূপে জড়িত থাকার প্রমাণ মেলায় ওই সংস্থার প্রায় ১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। এর মধ্যে রয়েছে নগদ ও ফিক্সড ডিপোজিট। ২০১৪ সালের প্রাথমিকের টেটের ওএমআর শিট মূল্যায়ণের দায়িত্বে ছিল এস বসুরায় অ্যান্ড কোম্পানি। অভিযোগ, OMRএর সমস্ত তথ্য নষ্ট করে ফেলে তারা। যার ফলে প্রাথমিকে কারা যোগ্য আর কারা অযোগ্য তা চিহ্নিত করা এখন প্রায় অসম্ভব উঠেছে। গত ২ সপ্তাহ ধরে সংস্থার দফতরে লাগাতার তল্লাশি চালিয়ে প্রায় ৩ ডজন হার্ড ডিস্ক উদ্ধার করেছে কেন্দ্রীয় সংস্থা। এবার অভিযুক্ত সংস্থার প্রায় ১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডির তরফে জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে নগদ ও ফিক্সড ডিপোজিট। গত কয়েকদিনে সংস্থার কয়েকজন কর্মীকেও জেরা করেছে সিবিআই।