ঙ্গলবার সকাল থেকে শহর জুড়ে একাধিক জায়গায় ল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। এদিন সাতসকালে ইডির গন্তব্য ছিল কলকাতার প্রখ্যাত একটি বেসরকারি স্কুল। স্কুলের প্রশাসকের বিরুদ্ধে উঠেছে আর্থিক তছরূপের অভিযোগ। জানা গিয়েছে, ওই ইংরেজি মাধ্যম স্কুলেরই কৃষ্ণ দামানি নামক এক প্রশাসকের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। অভিযোগ স্কুলের অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা সরানো হয়েছে একটি বেসরকারি সংস্থার অ্যাকাউন্টে। স্কুলের দায়িত্বে থাকাকালীনই তাঁর বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই টাকা কোথায় পাচার হয়েছে, কার অ্যাকাউন্টে গিয়েছে, তাই খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মঙ্গলবার সকাল সাড়ে ৬টা নাগাদ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে নিউ আলিপুরে হানা দেয় ইডির একটি দল। একই সময়ে আরেকটি দল পৌঁছে যায় কসবার কায়স্থ পাড়ায়। তল্লাশি অভিযান চালানো হয় নিউ আলিপুরে বি ব্লকের নলিনী রঞ্জন এভেন্যুয়ের ৮৮/১ বাড়িতেও। সেখানে থাকেন পরিচালন সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুশীল কুমার দাগার। স্কুলের অ্যাকাউন্ট থেকে মোট ৯৩৭ লক্ষ টাকা একটি বেসরকারি সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে বলে জানিয়েছিল কলকাতা পুলিশ। অর্থাৎ, প্রায় ১০ কোটি টাকা সরিয়েছেন দামানি। তবে কলকাতা পুলিশ সেই সময়েই জানিয়েছিল, ওই টাকার অঙ্ক আরও বাড়তে পারে। এ বার ওই মামলার তদন্তেই নামল ইডি।