কলকাতা

আকাশ মেঘারিয়া ও জ্ঞানবন্ত সিংকে গরুপাচার কান্ডে জেরার জন্য তলব করল ইডি

বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে তুমুল বাদানুবাদ হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কলকাতা পুলিশের ডিসি সাউথ আকাশ মেঘারিয়ার। শুভেন্দুকে বলপূর্বক গ্রেপ্তার করতে চাইলে পুলিশের পিজন ভ্যানে উঠে লালবাজার যাওয়ার সময় বিরোধী দলনেতাকে প্রকাশ্যে বলতে শোনা গিয়েছিল, আজকের এই ব্যবহারের জন্য তাকে উপযুক্ত জবাব তিনি দেবেন। সেই ঘটনার জবাব মিলল মঙ্গলবার । গরু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদ এর জন্য ডাক পরল রাজ্যের ২ আই পি এস অফিসারের। তার মধ্যে একজন আকাশ মেঘারিয়া। দুই আইপিএস অফিসার আকাশ মেঘারিয়া ও জ্ঞানবন্ত সিংকে গরুপাচার কান্ডে জেরার জন্য তলব করল ইডি। ২৬ সেপ্টেম্বর তলব করা হয়েছে ডিসি সাউথ আকাশ মেঘারিয়াকে। অপরদিকে ২৮ সেপ্টেম্বর তলব করা হয়েছে জ্ঞানবন্ত্ সিংকে। এর আগে কয়লা পাচার কাণ্ডে রাজ্যের আট জন আইপিএস অফিসারকে দিল্লিতে তলব করা হয় ।সেই সময় যাদের তলব করা হয়েছিল, তারা হলেন- জ্ঞানবন্ত সিং ,সুকেশ জৈন, রাজিব মিশ্র,কোটেশ্বর রাও , শ্যাম সিংহ ,তথাগত বসু, সেলভা মুরুগান ও ভাস্কর মুখোপাধ্যায়কে। অন্যান্য আইপিএস অফিসাররা ১৫ অগাস্টের পর দিল্লিতে গিয়ে জেরার মুখোমুখি হলেও প্রথম দফায় জ্ঞানবন্ত সিং ব্যক্তিগত কাজ থাকায় তিনি জেরা পর্ব এড়িয়ে যান । সাত দিন সময় চান। পরবর্তীকালে তিনি দিল্লী গিয়েছিলেন। কিন্তু এবার আবারোও জ্ঞানবন্ত্ সিং ,রাজীব মিশ্রকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি, বলে সূত্রের খবর। তবে এদের পাশাপাশি কলকাতা পুলিশের বর্তমান ডিসি সাউথ আকাশ মেঘারিয়াকেও জেরা করার জন্য তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।