দেশ

আর্থিক প্রতারণা মামলায় এবার সোনিয়া-রাহুলকে তলব ইডির

সোনিয়া গান্ধি এবং তাঁর পুত্র রাহুল গান্ধিকে অর্থ জালিয়াতির মামলায় তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি৷ জানা গিয়েছে, ন্যাশনাল হেরাল্ড মামলায় তাদের ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট ৷ এই মামলাটা ২০১৫ সালে বন্ধ করে দিয়েছিল তদন্তকারী সংস্থা ৷ সোনিয়া গান্ধিকে ৮ জুন হাজিরা দিতে হবে ইডির অফিসে ৷ রাহুল গান্ধিকে তার আগেই দেখা করার কথা জানিয়েছে বলে মনে করা হচ্ছে ৷ কংগ্রেস অভিষেক মনু সিংভি একটা সাংবাদিক সম্মেলনে বলেন, “রাহুল গান্ধি যদি এখানে থাকেন, তাহলে যাবেন ৷ নয়তো নতুন তারিখ নিতে হবে ৷” ন্যাশনাল হেরাল্ড কাগজটি কংগ্রেসের ৷ ভারতের তরুণ প্রজন্মের কাছে দলের বার্তা পৌঁছে দিতেই এই কাগজ চালু হয়েছিল ৷ কাগজটি প্রকাশ করে অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড এবং এর মালিকানা ‘ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড’-এর নামে ৷ এর সঙ্গে অর্থ জালিয়াতি জড়িয়ে আছে, এই অভিযোগে সম্প্রতি মামলাটি রেজিস্টার করা হয়েছে ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘প্রিভেনশন অফ মানি লনডারিং অ্যাক্ট’-এর আওতায় আধিকারিকরা সোনিয়া গান্ধি এবং রাহুল গান্ধির বয়ান রেকর্ড করতে চান ৷