বন্ধ ইডির সমস্ত মামলার তদন্ত, একাধিক আধিকারিক করোনায় আক্রান্ত
কলকাতা

এসএসসির নিয়োগ মামলায় এবার আর্থিক দুর্নীতির তদন্তে নামছে ইডি

এসএসসি নিয়োগ দুর্নীতিতে এবার অর্থ তছরূপের তদন্তে নামছে ইডি। কেন্দ্রীয় এই সংস্থার দিল্লি দফতরের নির্দেশ সিবিআই এফআইআর-র সূত্র ধরে পৃথক এফআইআর করবে ইডি। এই নিয়োগ-কাণ্ডে ব্যাপক অর্থ তছরূপ হয়েছে। এমনটাই মনে করছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। তাই পৃথক একটি দল গঠন করে সিবিআইয়ের (CBI) থেকে নথি সংগ্রহের কাজ শুরু হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি বাগ কমিটির অনুসন্ধান রিপোর্টে নাম থাকা প্রত্যেকের সম্পত্তি খতিয়ে দেখা হবে। এমনটাই ইডি সূত্রে খবর। এসএসসি-কাণ্ডে আর্থিক দুর্নীতি ঠিক কতটা? খতিয়ে দেখতেই কোমর বাঁধছে ইডি। হাইকোর্টের পর্যবেক্ষণে অর্থ তছরূপ-সহ বৃহত্তর ষড়যন্ত্রের প্রসঙ্গ এসেছে। সেই পর্যবেক্ষণকে মান্যতা দিয়েই কোমর বাঁধছে ইডি। এবার তাই ইডির নথিভুক্ত তদন্তের আওতায় ঢুকছে এসএসসি দুর্নীতি। এমনটাই সূত্রের খবর।