কলকাতা

রাজ্যপালের সঙ্গে শিক্ষামন্ত্রী এবং উপাচার্যদের দীর্ঘ বৈঠক

রাজ্যে উপাচার্য নিয়োগ নিয়ে আগামিদিনে আর কোনও বিতর্ক থাকবে না বলে দাবি করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । মঙ্গলবার রাজভবনে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর ব্রাত্য বলেন, এবার থেকে রাজভবন, নবান্ন এবং বিকাশভবন সমন্বয় করে কাজ করবে। আজকের বৈঠকের মূল নির্যাস, বিরোধ নয়, সমন্বয়। তিনি বারবার রাজ্যপালকে আচার্য বলেও সম্বোধন করেন। শিক্ষমন্ত্রী বলেন, এখন থেকে আচার্যের সঙ্গে সমন্বয় করেই কাজ করা হবে। রাজভবনের সিঁড়িতে দাঁড়িয়ে রাজ্যপালকে পাশে নিয়েই সাংবাদিক বৈঠক সারেন শিক্ষামন্ত্রী। রাজ্যপাল বলেন, শিক্ষাই বাংলার নতুন প্রজন্মের ভিত্তি। তাই শিক্ষার উন্নতিকল্পে যা যা করণীয়, তাই আমি করব। বাংলার শিক্ষায় নবজাগরণ আসবে বলেও দাবি করেন রাজ্যপাল।  এদিন রাজ্যপাল ২৫টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও ডেকে ছিলেন। রাজ্যপাল বলেন, বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। ব্রাত্যর দাবি, এই বৈঠক ঐতিহাসিক।