আসন্ন সাধারণতন্ত্র দিবসের এবারের প্রধান অতিথি মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফতেহা আল সিসি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং। ছিলেন মন্ত্রকের পদস্থকর্তারা। দিল্লিস্থিত মিশর দূতাবাসের বেশ কয়েকজন পদস্থকর্তাও ছিলেন বিমানবন্দরে। আলসিসির দিল্লি পৌঁছনর খবর টুইট করে দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। প্রেসিডেন্টের সঙ্গে এসেছে এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সফরকালে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি বিষয়ে চুক্তি সইয়ের কথা রয়েছে।