দেশ

রাজ্যসভায় দীনেশের আসনে নির্বাচন ঘোষণা, ৯ অগস্ট ভোটগ্রহণ জানাল কমিশন

১২ ফেব্রুয়ারি নাটকীয় ভাবে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী। সেই শূন্য আসনে কবে ভোট হবে? জানাল নির্বাচন কমিশন। তবে রাজ্যসভার আরও এক পদত্যাগী সাংসদ মানস ভূঁইয়ার আসনে কবে উপনির্বাচন হবে তা নিয়ে মুখ খোলেনি কমিশন। বঙ্গে বিধানসভা ভোটের আগে হঠাৎ ‘দমবন্ধ ‘ হয়ে আসে দীনেশ ত্রিবেদীর। ভালো মত অক্সিজেন নিতে তৃণমূল ছেড়ে চলে যান বিজেপিতে। সাংসদ পদ থেকে ইস্তফাও দেন। যদিও তার সংসদের পদের মেয়াদ ছিল ২০২৬ এর ২ এপ্রিল পর্যন্ত। ঘটনা হল, সাংবিধানিক রীতি অনুযায়ী ইস্তফা দেওয়ার ছয় মাসের মধ্যে উপনির্বাচন করতে হয়। ১২ আগস্টের মধ্যে প্রাক্তন সংসদের আসনে নতুন কোনও সাংসদ বেছে নেওয়া বাধ্যতামূলক। সেই রীতি বজায় রাখতেই ওই আসনে নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করল কমিশন। ওই ভোট নির্ঘণ্ট ও অনুযায়ী, ৯ আগস্ট ভোটগ্রহণ হবে। ২২ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত মনোনয়ন জমা নেওয়া হবে। ৩০ জুলাই মনোনয়নপত্র পরীক্ষা করা হবে। ২ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ৯ আগস্ট সকাল ন’টা থেকে বিকেল চারটে পর্যন্ত চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া। এরপর ওই দিনই বিকেল পাঁচটা থেকে শুরু হবে গণনা। তারপরই ফল প্রকাশ। এখন প্রশ্ন হলো, গেরুয়া শিবির ওই আসনে কাকে দাঁড় করায়। তবে সূত্রের খবর, ওই আসনটি চোখ বন্ধ করে জিতে যাবে তৃণমূল। তাই সেই আসনে প্রার্থী দিয়ে লোক হাসাতে চাই না বিজেপি। তবে শেষ মুহূর্তে কী হয় এখন সেটাই দেখার।